Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পিএম

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৫ অক্টোবর (শুক্রবার) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

 

ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন