Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

আড়াইহাজারে অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ


আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভিন বীথির নেতৃত্বে কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর গ্রামে সাবেক ইউপি সদস্য মনির হোসেনের মালিকানাধীন ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।  অভিযানের সময় শহর আলী নামক একজনকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয়।  

 


সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভিন বীথি  জানান, আড়াইহাজার উপজেলাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচরে পরিবেশের অনুমোদন ও লাইসেন্স ব্যতীত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও ইটভাটা চালু করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ইট ভাটার মালিক মো. মনির কে পাওয়া যায়নি।

 

 

অভিযান চলাকালে চুলাতে আগুন দেয়ার কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।  অভিযোগ রয়েছে, এর আগে কয়েকবার বন্ধ করলেও অদৃশ্য কারণে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিল।       এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন