Logo
Logo
×

নগরের বাইরে

ওসমান পার্টির দায়ভার এখন খোকার ঘাড়ে

Icon

এম মাহমুদ:

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

ওসমান পার্টির দায়ভার এখন খোকার ঘাড়ে

নারায়ণগঞ্জে ওসমান সম্রাজ্যের রাজনৈতিক ধারা নীতি কর্মকান্ডের প্রতি সকলেই অবগত। আর এই ওসমান সম্রাজ্যের মধ্যে ওসমনান পার্টি এবং ওসমান লীগও রয়েছে। এর অর্থ হল ওসমান পরিবারের সাথে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তাকে ওসমান লীগ হিসেবে বিবেচনা করা হয়। আর এই ওসমান লীগের নেতৃত্ব দিতেন নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান। অপরদিকে ওসমান পরিবারের সাথে যারা জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের ওসমান পার্টি হিসেবে বিভেচনা করা হত। আর এই ওসমান পার্টির প্রথমত নেতৃত্ব দিতেন নারায়ণগঞ্জের প্রয়াত সাংসদ নাসিম ওসমান তার অবর্তমানে তার স্ত্রী পারভীন ওসমান ও ভাই সেলিম ওসমান নেতৃত্ব দিতেন। 

 

এরমধ্যে নাসিম ওসমানের শিষ্য খ্যাত নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা সাংসদ হওয়ার পর তিনিও ওসমান পার্টিকে নেতৃত্ব দিতেন। কিন্তু গত ৫ আগস্টের পর আওয়ামীলীগ সরকারের পতনের সাথে সাথে ওসমান সাম্্রাজ্যের পতন হলে পারভীন ওসমান ও সেলিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেও তার গাঁ ডাকা দেন। তবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা এখনো প্রকাশ্যে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন। যার কারণে ওসমান পার্টির নেতাদের দায় ভার এখন তার ঘাড়ে রয়েছে।

 

 সূত্র বলছে, নাসিম ওসমান প্রয়াত হওয়ার পর থেকেই ওসমনান পার্টি হয়ে উঠে দুভাগে বিভক্ত একভাগে নেতৃত্ব দিতেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমান অপরভাগে নেতৃত্ব দিতেন নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান। কিন্তু নাসিম ওসমানের শিষ্য লিয়াকত হোসেন খোকা পুরো ওসমান পার্টিকেই নেতৃত্ব দিতেন এবং সাংগঠনিক ক্ষেত্রে ও কমিটি গঠনের বিষয়েও ছিল খোকার ইশারা। যার কারণে গত ৫ আগস্টের পর ওসমান পার্টি ও পুরো ওসমানীয় সাম্্রাজ্যের দশ নামলেও সেলিম ওসমান ও পারভীন ওসমানের নিয়ন্ত্রিত ওসমান পার্টির নেতাদের দায়ভার এখন খোকার ঘাড়ে রয়েছে। কেননা গত ৫ আগস্টের পর থেকে নির্বিঘ্নে চলাফেরা করছেন লিয়াকত হোসেন খোকা।

 

এমনকি নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বসছেন। তাছাড়া জাতীয় পার্টির সকল সভা মিটিংয়ে তাঁকে সশরীরে দেখা যায়। এদিকে ৩১ অক্টোবর জাতীয় পার্টির সাথে ছাত্রদের সংঘর্ষ হলে সেসময়ও খোকা জাতীয় পার্টির নেতাদের উদ্দেশ্যে তার ফেইসবুক আইডি থেকে জাতীয় পার্টির অফিসের উদ্দেশ্যে আসার আহ্বান জানান। তাছাড়া নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতাদের ক্ষেত্রেও যেহেতু সেলিম ওসমান ও পারভীন ওসমান লাপাত্তা তাদেরও লালিত পালিত নেতৃত্ব হুকুম দাতা এখন খোকা। এছাড়া ওসমান পার্টির ঐতিহ্য টিকিয়ে রাখতে এখন খোকার ঘাড়ে বাধ্যতামূলক নিতে হচ্ছে ওসমান পার্টির দায়ভার। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন