নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
ফতুল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. মানিক মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মানিক মিয়া (৩৯) মুন্সিগঞ্জ জেলার চর সন্তোশপুর এলাকার মুজাফফর প্রধানির ছেলে। পরিবারকে নিয়ে শাহীবাজার আমতলা এলাকায় বসবাস করছিলেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে এক নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে যান মানিক মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের পরিবার হাসপাতালে গিয়েছেন। শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।