Logo
Logo
×

নগরের বাইরে

ছেলেকে পানিতে ফেলে হত্যার পর পুলিশের কাছে ধরা দিল বাবা

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পিএম

ছেলেকে পানিতে ফেলে হত্যার পর পুলিশের কাছে ধরা দিল বাবা

রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ  (৬) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে ধরা দিলেন মানসিক বিকারগ্রস্ত বাবা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৯ টার দিকে ঘাতক বাবার দেওয়া তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের জল্লা থেকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।
ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। 

 

ঘাতকের উদ্ধৃতি দিয়ে ভুলতা ফাড়ির ইনচার্জ মিজান জানান, ঘাতক বাবা জোবায়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদ কে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলেকে দেখবাল ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে সে। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করে। 

 

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা জানান। পরে তাৎক্ষণিক ভূলতা ফাড়ির পুলিশ ঘঠনাস্হলে গিয়ে ফায়ার সার্ভিস খবর দিলে,ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডুবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন