Logo
Logo
×

নগরের বাইরে

স্বপ্ন পূরণ হলো না প্রবাসী আওলাদের

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

স্বপ্ন পূরণ হলো না প্রবাসী আওলাদের

আড়াইহাজারের আওলাদ হোসেন


পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান আড়াইহাজারের আওলাদ হোসেন। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় তিনি। ধার-দেনা করে বিদেশ গেলেও শোধ করতে পারেননি সেই ঋণ। প্রায় এক দশক বিদেশের মাটিতে কাটিয়েছেন। অবশেষে দেশে ফিরছেন লাশ হয়ে।

গতকাল শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আওলাদ হোসেন। পরিবারের বরাত দিয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী এ তথ্য জানান।


তিনি বলেন, ২০১৫ সালে সাড়ে চার লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান আজাইহাজারের নারান্দী গ্রামের হাসান শাহের ছেলে আওলাদ হোসেন (৪৫)। স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার আওলাদের। মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব যেন শেষ হয়ে গেল।

আওলাদের ছোটভাই আনোয়ার হোসেন বলেন, গত আগস্টে বাড়িতে চলে আসার চিন্তা করেছিলেন আমার ভাই। পরে সে পরিকল্পনা বাদ দেন। কিন্তু তিনি চলে গেলেন পরপারে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আড়াইহাজার জোনের ফিল্ড অফিসার আমিনুল হক জানান, শনিবার সকালে পরিবারের কাছে আওলাদ হোসেনের মৃত্যুর খবর পৌঁছায়। খবর পেয়ে ওকাপের প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করেছে। তারা এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে দাফনকার্যের চেক গ্রহণ, ক্ষতিপূরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতার বিষয়ে তথ্য দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন