শিবু মার্কেটের নয়া ত্রাস এসকে শাহীন
বিগত সরকারের শাসনামলে বিএনপি ঘোষিত কোনো কর্মসূচীতে দেখা না গেলেও সরকার পতনের পর নিজেকে বিএনপির ত্যাগী নেতা বলে প্রচার করে এলাকার অঘোষিত নিয়ন্ত্রক বনে গিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়া ব্যাক্তির সংখ্যা নেহাত কম নয়।এদের মধ্যো অন্যতম ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক শিবু মার্কেট এলাকার এসকে শাহিন।তথ্যমতে, বর্তমানে শিবু মার্কেট, নয়ামাটি,কাঠেরপুল,ষ্টেডিয়ামসহ আশেপাশের এলাকায় একধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছেন এই এসকে শাহীন।ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের কর্মীদের নিজ দলে ভিড়িয়ে পূর্বের ন্যায় একই কায়দায় অপকর্ম করে বেরাচ্ছেন বলে দাবি এলাকাবাসীর।
এসকে শাহীন সম্পর্কে তথ্য নিয়ে জানা যায়,একসময় এবিসি স্কুলের পাশে একটি দোকান ছিলো তার।আওয়ামী সরকারের শাসনামলে তিনি বিভিন্ন গার্মেন্টস এর ওয়েস্টিজ এর ব্যাবসায় যুক্ত ছিলেন।তিনি ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের ঘনিষ্ঠ।বিভিন্ন ফ্যাক্টরীর ঝুঁট সংক্রান্ত বিষয়ে ফাইজুলকে নানাভাবে সাহায্য করতো এই শাহীন।ফাইজুলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে শাহনিজামের সাথেও উঠাবসা হতো এসকে শাহীনের এমনটাই বলছেন এলাকাবাসী।
বিভিন্ন ধরণের হয়রানী, হামলা-মামলায় যখন বিএনপি নেতাকর্মীরা জর্জরিত ছিলো তখন অনেকটা রাজার হালেই নিজের ব্যাবসা নিয়ে ব্যাস্ত ছিলেন এই শাহিন। তবে ৫ আগষ্ট সরকার পতনের পর নিজের চরিত্র বদলে ফেলেন এই বিএনপি নেতা।বনে যান নির্যাতিত ও সক্রিয় নেতা।নিজের শক্তিমত্তা জাহির করতে ঐসময় শিবু মার্কেট এলাকায় স্থানীয় মুজিবুর বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে নিজের শক্তিমত্তা প্রকাশ করেন।তবে যাদের এসকে শাহীনের পক্ষে এসময় কাজ করতে দেখা গিয়েছে তারা সবাই আওয়ামী নেতা ফাইজুলের পালিত কিশোরগ্যাং এর সদস্য বলে জানান এলাকাবাসী।এতে করে ধারনা করা যায় ফাইজুলের সাম্্রাজ্য এখন নিয়ন্ত্রন করছেন এই এসকে শাহীন। নয়ামাটি , ষ্টেডিয়াম,শিবু মার্কেটসহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি গার্মেস্টস এর ঝুঁট জোরপূর্বক নিয়ে যান এই শাহীন এমনটাই বলছে সূত্র। স্থানীয়রা আরোও জানান, আনু হত্যা মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ এর অনুসারী এই এসকে শাহীন।
সম্প্রতি শিক গার্মেন্টস এর ঝুঁট নিয়ন্ত্রনে নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা করে তাদের হাতের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এই এসকে শাহীন ও তার ভাই হারুন গ্রুপের বিরুদ্ধে।
স্থানীয়রা এই এসকে শাহীনের অপকর্মের বিরুদ্ধে এতদিন মুখ না খুললেও এখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে। তারা জানান,রাত হলে শিবু মার্কেট এলাকায় লিংক রোডের উপরেই বহু গাড়ি পার্কিং করে রাখে।সেসব গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তুলে এসকে শাহীনের লোকেরা।শুধু তাই নয়।বেশ কয়েকটি মাদকের স্পট পরিচালনা করে এসকে শাহিন এমনটাই জানায় স্থানীয়রা।নিজের অপকর্ম চালু রাখতে যে কিশোরগ্যাং সদস্যদের লালন পালন করছেন শাহীন তারা এলাকায় রামরাজত্ব চালাচ্ছেন। তাদের কৃতকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে বলে জানায় স্থানীয়রা।তার বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনতা।