Logo
Logo
×

নগরের বাইরে

থার্টিফার্স্ট নাইট রাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

থার্টিফার্স্ট নাইট রাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে  যুবক নিহত

নিহত যুবক হৃদয় (২০)

ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় হৃদয় (২০) নামের একজন খুন হয়েছে। এসময় আরো ৪/৫ জন গুরুতর আহত হয়েছে। এ নিয়ে থমথম অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় পাগলা বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। আর আহতরা হলো সানি (২০) আপন (২১) রাব্বি (২৫)। তাদেরকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের লোকজন ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন। উক্ত ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি দুইটি হওয়ায় গানের শব্দ নিয়ে উভয় গ্রুপে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভতর্তি করা হয়। আর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। আর ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যায় নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এর সদস্য ও ফতুল্লাহ মডেল থানা পুলিশ।

ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থার্টিফাস্ট নাইটে পাশাপাশি দুই গ্রিপ ডিজে পাটির আয়োজন করে। আর কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয় আর ২/৩ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন