Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নতুন বছর শুরু করল কিশোর গ্যাং

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নতুন বছর শুরু করল কিশোর গ্যাং

ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক খুন হয়েছেন।



নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্ট কে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক খুন হয়েছে এই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে আহতরা সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এলাকাবাসী জানান, ১ জানুয়ারী  ২০২৫ রাত ১২.৩০ মিনিটের দিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গুরুপে ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন।



উক্ত ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি দুইটি হওয়ায় উভয় গ্রুপে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘটনায় বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদার এর ছেলে হৃদয়কে (২০) কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



এ ঘটনা আহতরা হলেন সানি (২০) আপন (২১) রাব্বি (২৫) আহতদের মধ্যে স্থানীয় দ্রুত রাহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে র‌্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং আমার সঙ্গে ফোর্স গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনি। যতটুকু জানতে পেরেছি স্টেজে ওঠা নিয়ে প্রথমে কথা কাটাকাটি,  পরবর্তিতে  একটি গ্রুপ সেখান থেকে চলে গিয়ে পরবর্তীতে লোকজন নিয়ে আবার আসে এবং সেখানে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। এতেই হৃদয় নামে এক যুবক  নিহত হয় এবং কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যেই ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে । দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন