Logo
Logo
×

নগরের বাইরে

ছেলেসহ গ্রেপ্তার সাবেক কাউন্সিলর মতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ছেলেসহ গ্রেপ্তার সাবেক কাউন্সিলর মতি

পুলিশের গাড়িতে ছেলে বাবুইসহ নাসিকের সাবেক কাউন্সিলর মতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ জানুয়ারি (রোববার) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, স্থানীয় মৃত বাদশা মিয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্ববায়কের দায়িত্বে ছিলেন। মতি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত শীষ্য ছিলেন এবং ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতনের পর স্বপরিবারে আত্মগোপনে চলে যায় মতি। 




ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজধানির ভাটারা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠানো হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন