চিরকুটে বিকাশ নাম্বার দিয়ে মাসোহারা নেয় ডাকাতচক্র!
সাইমুন ইসলাম
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
চিরকুটে বিকাশ নাম্বার দিয়ে মাসোহারা নেয় ডাকাতচক্র!
আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার অভাবে ফতুল্লায় বেড়েই চলেছে অপরাধ। চুরি, ছিনতাই, দখলবাজিসহ সমজাতীয় অপরাধ যেনো ফতুল্লায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে অপরাধীদের অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে ডাকাতরা বর্তমানে চিরকুটে বিকাশ নাম্বার দিয়ে প্রকাশ্যে মাসোহারা সংগ্রহ করছেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ফতুল্লায়।
সূত্র জানিয়েছে, ফতুল্লা থানাধীন এনায়েতনগরের ধর্মগঞ্জ, চতলার মাঠ, নবীনগর, বক্তাবলী, কাশিপুরসহ আশেপাশে এলাকায় ইটভাটা,কয়লার মাঠ,ডকইয়ার্ড, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানসহ সমজাতীয় উৎপাদনমুখী প্রতিষ্ঠানে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র কৌশলে বিকাশ নাম্বারসহ চিরকুট রেখে যায়। প্রতিমাসে তাদের ধার্যকৃত টাকা বিকাশে না পাঠালে ডাকাতদলের চক্রটি আচমকা এসে শ্রমিকদের উপর হামলা করে প্রতিষ্ঠানে লুটপাট করে চলে যায়।
ঘটনা এতটাই দ্রুত ঘটে যে কোনো কিছু বুঝে উঠার আগেই হামলা ও লুটপাট শেষ করে ডাকাতরা নদীপথে স্পিডবোট যোগে পালিয়ে যায়। শুধু হামলা করেই ক্ষান্ত থাকেন না তারা। তাদের প্রত্যাশা মাফিক মাসোহারা না পেলে জাহাজ নির্মাণ শিল্পের মহামূল্যবান সামগ্রী ডাকাতচক্র লুট করে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ডক ইয়ার্ডের এক ব্যবসায়ী জানান,তাদের দাকি কৃত টাকা না পেলে তারা বোট দিয়ে এসে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।এতে করে ব্যাবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ্য হচ্ছে দীর্ঘদিন ধরে।
ইটভাটার এক ব্যাবসায়ী জানান, ডাকাতরা বিকাশ নাম্বার দিয়ে যায়। বিকাশে টাকা না পেলে শ্রমিকদের মারধর করে ভাটার নানাধরণের ক্ষতি করে দিয়ে যায়। প্রতিটা ভাটা নানাভাবে দাদন এর ফাঁদে আটকা। যদি শ্রমিকরা মারধর এর কারনে কাজ ছেড়ে চলে যায় তাহলে মালিকদের অনেক ক্ষতি হয়। এ জন্য মালিকরা ডাকাতদের চাঁদাবাজি নিরবে সহ্য করে যায়।
স্থানীয়রা জানান, ফতুল্লা, ধর্মগঞ্জ, বক্তাবলী ও আশেপাশের এলাকায় নদীপথে পণ্যবাহী কোনো নৌ যান গেলেই এই ডাকাতচক্রটি তাদের থেকে চাঁদা নিয়ে থাকে। তারা আরোও জানান, এই অঞ্চলে পূর্বেও এমন ডাকাতির ঘটনা ঘটলেও সম্প্রতি ডাকাতদের উৎপাত বহু গুনে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহীনির নিষ্ক্রিয়তাকেই এ অবস্থার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। তারা এ জাতীয় ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে তাদের খুজে বের করে উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার তাগিদ জানিয়েছেন।