Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ট্রলার চালককে পিটিয়ে হত্যা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

আড়াইহাজারে ট্রলার চালককে পিটিয়ে হত্যা

নিহত মিলন মিয়া

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন মিয়া (৫০) নামে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।




নিহত মিলন রাধানগর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি আড়াইহাজার ও সোনারগাঁ এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।



মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন বলেন, দুপুরে রাধানগর এলাকার মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ ও সাজোয়ারসহ আরও বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন