Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছোট দুই ভাইয়ের পর এবার বড় ভাইয়ের আত্মহত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লায় ছোট দুই ভাইয়ের পর এবার বড় ভাইয়ের আত্মহত্যা

ফাইল ছবি

ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় পারিবারিক কলহের জেরে মো. জুয়েল (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুয়েল বুয়েটের ওয়ার্কশপে চাকরি করতেন এবং তার দুটি শিশু ছেলে রয়েছে। তিনি দাপা এলাকার আ. আজিজের ছেলে। এর আগে, তার ছোট দুই ভাই রুবেল (২০০৫) এবং সাকিব (২০১৮) পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেন।



স্থানীয়রা জানিয়েছেন, শনিবার জমি সংক্রান্ত বিষয়ে বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। পরিবার থেকে জমির জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে, জুয়েল ঘরের চালের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘটনাটি আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন