Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক কন্যা শিশু উদ্ধার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক কন্যা শিশু উদ্ধার

সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক কন্যা শিশু উদ্ধার



সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পেছনে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। গতকাল গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত নয়টার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় বাজারের লোকজন সেখানে ছুটে যান। তারা দেখতে পান, নবজাতকটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে এবং আশপাশে পোকামাকড় ঘুরছে। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়


সোনারগাঁ থানা পুলিশ নবজাতকটির সুস্থতার কথা বিবেচনা করে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।


এ বিষয়ে সোনারগাঁ থানার এক কর্মকর্তা জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন