Logo
Logo
×

নগরের বাইরে

ফকির গার্মেন্টের ঝুট নামানোকে কেন্দ্র করে

বিসিকে মুখোমুখি অবস্থানে দুই পক্ষ

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

বিসিকে মুখোমুখি অবস্থানে দুই পক্ষ

ফতুল্লার এনায়েতনগরের বিসিক শিল্পনগরী আবারো অশান্ত হয়ে উঠেছে।ঝুট এর নিয়ন্ত্রন নেওয়াকে কেন্দ্র করে কিছুদিন পরপরই এখানে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে অজানা আশঙ্কায় আতঙ্কে সবসময় বিসিক থমথমে অবস্থায় থাকে।

ফতুল্লার এনায়েতনগরের বিসিক শিল্পনগরী আবারো অশান্ত হয়ে উঠেছে।ঝুট এর নিয়ন্ত্রন নেওয়াকে কেন্দ্র করে কিছুদিন পরপরই এখানে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে অজানা আশঙ্কায় আতঙ্কে সবসময় বিসিক থমথমে অবস্থায় থাকে।এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ফেব্রুয়ারি সকালেই বিসিকের ফকির গার্মেন্টস এর ঝুট নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ।এ অবস্থান নেওয়ার কৌশল হিসেবে দুই পক্ষই সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধনকে বেছে নেয়। দুই পক্ষই ভিন্ন ভিন্ন সময়ে একই এলাকায় মানববন্ধন করে নিজেদের শক্তির জানান দেওয়ার চেষ্টা করেন।দুই পক্ষের মধ্যে  একপক্ষের নেতৃত্বে ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.আলমগীর ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও ফতুল্লা থানা কৃষকদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আমীর ব্যাপারী।
এ সময় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত  পুলিশ মোতায়েন থাকতে দেখা গিয়েছে। শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যো দেখা দিয়েছিলো আতঙ্ক।তবে শেষতক কোনো সংঘর্ষ ছাড়াই মহড়া, পাল্টা মহড়া ও মানববন্ধনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে পরিস্থিতি। তবে যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনার আশঙ্কা রয়ে গিয়েছে।



এ বিষয়ে এনায়েতগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.আলমগীর বলেন, রাসেল হলো চরিত্রহীন, লম্পট। যে তার চাচাকে হত্যা করে চাচীকে নিয়ে পালিয়ে যায়। সেই হত্যা মামলার আসামীর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। তাকে সবাই অবাঞ্চিত ঘোষনা করেছে।তাকে ২৩ টি গার্মেন্টস এর ঝুঁট দেওয়া হচ্ছে। সে গ্রেফতার হওয়ার পরও সে ভাগ পেয়ে আসছে। কিন্তু ফকির এর ঝুট ৫০০ এর উপর ভাগ হয়।এর ভাগ বিএনপির সবাই পায়। কিন্তু জামিন পাওয়ার রাসেল ফকির এর নিয়ন্ত্রনও নিতে চাচ্ছে।আজ ফকির এর ঝুট নামানোর কথা ছিলো। কিন্তু রাসেল এসে পূর্বপরিকল্পিতভাবে বাধা দিয়ে এ অবস্থার সৃষ্টি করেছে।সে সবসময় তার পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে বিসিক অশান্ত করার চেষ্টায় রয়েছে।
অন্যদিকে এ ব্যাপারে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন,আমরাও বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছি।ফকির গ্রুপ আমাদের গ্রামে (এনায়েতনগর ২ নং ও ৭ নং ওয়ার্ড)তাই আমরা চাই আমাদের গ্রামের মানুষই এর সুফল পাক।কিন্তু বহিরাগতরা এখানে এসে ঝুট সন্ত্রাসী করে।



তিনি এসময় আরোও বলেন,বিকেএমইর সভাপতি হাতেমের মধ্যস্থতায় ২১ লাখ টাকা ডিপোজিট করেছিলাম। কিন্তু ঝুট আমরা পাই না।অন্য কেউ নিয়ে নিচ্ছে। পরে টাকা তুলে নিয়েছি। ফকির এর ঝুটের টাকা ২ নং ওয়ার্ডের সভাপতির হাতে ১ লাখ টাকা তুলে দেওয়া হয়। বাকি সব টাকা তারা নিয়ে যায়। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ফকির গ্রুপের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য এসেছিলাম। কিন্তু এ খবর পেয়ে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.আলমগীর ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর  রহমান রনির নেতৃত্বে বিসিকে সন্ত্রাসী দিয়ে হোন্ডা মহড়া দেওয়া হয়।



তিনি বলেন, গত বছরের ২৭ আগষ্ট ফকিরের ঝুট নামে প্রথম সরকার পতনের পর, সেই ঝুটের টাকার কোনো হিসেব পাইনি এখনো। আমি আমার গ্রামের অগ্রাধিকার চাই। আমাদের যেনো বঞ্চিত করা না হয়। ঝুটের অনুপাত কিভাবে ভাগাভাগি হবে তা যেনো নির্ধারণ করে দেওয়া হয়।



তবে স্থানীয়দের ও শিল্প মালিকদের দাবি এ ধরণের পরিস্থিতিতে একটা স্থায়ী সমাধান একান্ত কাম্য। অন্যথায় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া একপ্রকার চ্যালেঞ্জ এর মুখে পড়বে। এ অবস্থা থেকে উত্তরণ এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় গ্রুপের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন