Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জাসাস নেতা সনেটের বিরুদ্ধে চাঁদার দাবিতে মারধর ও হুমকির অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

বন্দরে জাসাস নেতা সনেটের বিরুদ্ধে  চাঁদার দাবিতে মারধর ও হুমকির অভিযোগ

বন্দরে জাসাস নেতা সনেটের বিরুদ্ধে চাঁদার দাবিতে মারধর ও হুমকির অভিযোগ

Swapno

বন্দরে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ সনেটের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোসা. ফাতেমা আলম নামে এক নারী বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ওই নারী উল্লেখ করেন, বন্দর থানা এলাকার নবীগঞ্জ রেললাইন সংলগ্ন ৩ একর ৫৭ শতাংশ সম্পত্তি রেলওয়ে হইতে লীজ নিয়া দোকান ও মাছের প্রোজেক্ট করিয়া ২০ বছর যাবৎ ভোগ দখলে আছেন।  


এমতাবস্থায় মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ সনেট গত ৩/৪ মাস ধরে দোকান ভাড়া যাবৎ চাঁদা দাবি করে এবং কোন দোকানদার যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং হুমকি দেয় এবং দোকান হতে ভাড়া তুলে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ইং- ১২ মার্চ বিকেল ৫টার দিকে সনেট তাহার সন্ত্রাসী বাহিনী নিয়া বন্দর থানাধীন নবীগঞ্জ রেল লাইন এলকায় আমাদের রেলওয়ে হইতে লীজকৃত মাছের প্রোজেক্টে গিয়া সেখানে থাকা কেয়ার টেকার মো. জাকির হোসেনকে (৩৫) সেখান থেকে বের হয়ে যেতে বলে। তখন কেয়ার টেকার কারণ জানতে চাইলে সনেট কেয়ার টেকারকে এলোপাতাড়ি চড় থাপ্পর মারে, দাও দিয়ে আঘাত করেছে এবং কিলঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। 


এবং তাকে সেখান থেকে বের করে দিয়ে তালা মেরে দেয় দেয়। এই খবর পাওয়ার কিছু সময় পরে অভিযোগকারী ফাতেমার ভাই নাজমুল আলম নাদিম (৩০),  সনেট ও নবীগঞ্জের ইবনে সাবিদকে নবীগঞ্জ স্ট্যান্ডে কেয়ারটেকারকে মারধর করিবার কারণ জিজ্ঞাসা করলে সনেট আবারো ক্ষিপ্ত হইয়া নাদিমকে এলোপাতাড়ি মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে, শরীরের বিভিন্ন স্থানে জখম করে। যখন আমরা জানতে পারলাম ঘটনা স্থলে যাই এবং আমার ভাইকে রক্ষা করার চেষ্টা করলে ফাতেমা আলমকেও ধাক্কাইয়া ও এলোপাতাড়ি চড় থাপ্পর এবং গলায় চাপ দিয়ে ধরে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাদের জীবন নাশ করার হুমকি ধামকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। সনেটের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে গোটা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আশঙ্কা করছেন সন্ত্রাসী সনেট যে কোন সময় তাদের যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন