স্কুলের জমি দখল করার অভিযোগ জীবনের বিরুদ্ধে

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

স্কুলের জমি দখল করার অভিযোগ জীবনের বিরুদ্ধে
নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ জানান,এই সাংবাদিক জীবন এর কথা বললে শেষ হবে না। সে অন্য যায়গা থেকে এখানে এসে বাড়ি করে অরাজকতা করছে। সে সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম দোসর। সে শামীম ওসমানের দালাল সাংবাদিক হিসেবে এলাকায় পরিচিত। যারা তার অপকর্মের বিরুদ্ধে কথা বলে সে তাদের নামে বানোয়াট মিথ্যা সংবাদ নিজের মত করে লিখে দেয়। সে প্রশাসনকে দিয়ে মামলা ও হয়রানি করে যারা তার বিরুদ্ধে অবস্থান নেয়। বেশকিছুদিন পূর্বে বটতলা মোড়ে একটি ট্রান্সমিটার ছিল। একটি বাড়ির কারণেই ট্রান্সমিটারটা ওই বাড়ির লোকের কাছ থেকে ১০ লাখ টাকা খেয়ে ট্রান্সমিটারটি স্কুলের মোড়ে নিয়ে স্থাপন করে। তখন স্কুলের শিক্ষকরা বাধা দেয়, এলাকার গণ্যমান্য লোকেরা বাধা দেয়, এবং টিএনওকে স্মারকলিপি ও দেয়। সেটাকে তোয়াক্কা না করে ট্রান্সমিটারটা স্কুলের সামনে স্থাপন করে। তার বাড়ির রাস্তার জন্য স্কুলের ৩ ফিট জায়গা স্কুলের বাউন্ডারি ভেঙে তার বাড়িতে গাড়ি নেওয়ার জন্য স্কুলের জমি আত্মসাৎ করে।
খোরশেদ জানান, সে গাবতলী সোসাইটির নামে ব্যাপক চাঁদাবাজি করে। সে বর্তমানে বিএনপির কিছু লোককে তার সাথে নিয়ে গার্মেন্টস সেক্টর থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করতেছে। আমি আশা করব এই শামীম ওসমানের দোসর জীবন সাংবাদিক কে এলাকা থেকে বিতাড়িত করা হোক এবং অবাঞ্চিত ঘোষণা করা হোক। ও চাঁদাবাজ,মামলাবাজ,ভূমিদস্যু ও হলুদ সাংবাদিক।একজন হলুদ সাংবাদিক কি করে বিএনপি'র সাথে তাল মিলিয়ে সে সোসাইটির সভাপতি থাকে।এটা ইসদাইর বাসীর কাছে প্রশ্ন। সাংবাদিক মহলের কাছে প্রশ্ন তার পিছনে যারা সাংবাদিক আছেন, তার পিছন থেকে সরে যান, সে এলাকা থেকে গণপিটুনে খেয়ে বিতাড়িত হবে। আমি নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি সে হিসেবে আমি আমার এলাকার জনগনের কাছে দাবি যেনো এর মতো কুলাঙ্গার এলাকায় বাস না করতে পারে। ৫ আগস্ট এর পূর্বে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির জমি দখল করতে গিয়েছে, এবং সেখান থেকে বিতাড়িত হয়েছে। মসজিদ কমিটিতে হস্তক্ষেপ করে অনেক টাকা লোপাট করেছে। মসজিদ এবং সোসাইটি এই দুইটা তার চাঁদাবাজির অন্যতম। বর্তমানে সে গার্মেন্টস সেক্টর থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা সচেতন মহল এবং বিএনপির কর্মী যারা আছেন তারা এই জীবনকে প্রতিরোধ করেন।