Logo
Logo
×

নগরের বাইরে

আইইটি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

আইইটি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ

Swapno

নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ স্মরণীয় ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। ২২ মার্চ শনিবার  বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্রদের অংশ গ্রহণে মিলন মেলা ঘটে।




এসময় ইফতার মাহফিলের প্রথম পর্বে, শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য কমিটি মেম্বার এবং উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বিদ্যালয়ের ইতিহাস এবং অর্জনের কথা তুলে ধরেন। তাছাড়া সরকারি আই ই টি বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে এই ইফতার মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের জমায়েত ঘটে।  এই আয়োজনে মূল ভূমিকা পালন করে  শতবর্ষ উদযাপন কমিটির দায়িত্ববৃন্দ। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের সবাই একত্রিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। তারা দীর্ঘদিন পর বিদ্যালয়ে ফিরে আসার অনুভূতি প্রকাশ করেন।




অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুল আউয়াল সরকার (৮৯ ব্যচ) বলেন, "গত ১৫ মার্চ গঠিত হওয়া আমাদের এই শতবর্ষ উদযাপন আহবায়ক কমিটি ইতোমধ্যে শতবর্ষ উদযাপনের জন্য অগ্রসর হতে আমরা সক্ষম হয়েছি। শতবর্ষ উদযাপন এর আগে স্কুলের বর্তমান অবকাঠামো উন্নয়নে আমাদের ভুমিকা রাখতে হব। প্রাণের এই স্কুলের শিক্ষার উন্নয়নে ভুমিকা রাখতে হবে। আহবায়ক কমিটির কাজকে সু-নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।"




সমাপনি বক্তব্যে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা বলেন, “গত ৭ মার্চ প্রায় ২০০ জন সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের প্রিয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। যার ফলশ্রুতিতে গত ১৫ মার্চ ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আমাদের কমিটির হাত ধরে এই স্বল্প সময়ের মধ্যেই শতবর্ষ উদযাপন উপলক্ষে ওয়েব সাইট তৈরি করার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রচারনার কাজ অনেকটাই অগ্রসর হয়েছে, আজ এই ইফতারের মাধ্যমে ৩য় সভা আয়োজিত হলো। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিত হওয়ার মাধ্যমে কিভাবে শতবর্ষ উদযাপনের পাশাপাশি স্কুলের ছাত্রদের পড়াশোনার গুণগত মান বৃদ্ধি করা যায় এবং সার্বিক সমৃদ্ধি অর্জন করা যায় তা নিশ্চিত করা।




এছাড়া, শতবর্ষের এই ইফতার পার্টি শুধু একটি সামাজিক অনুষ্ঠান ছিল না, বরং এটি একত্রিত হওয়ার, সম্পর্ক শক্তিশালী করার এবং অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে পদক্ষেপ নেওয়ার একটি অনুষ্ঠান ছিল। বিদ্যালয়ের কর্তৃপক্ষ আশা করছে, এই ধরণের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং বিদ্যালয়টি তার ঐতিহ্য ধরে রেখে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।




অনুষ্ঠান শেষে সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান, যা এই বিশেষ দিনের স্মৃতি চিরকাল ধরে রাখবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন