ফতুল্লায় পানি নিষ্কাশন পাম্পে দফায় দফায় তার চুরি

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লায় পানি নিষ্কাশন পাম্পে দফায় দফায় তার চুরি
ফতুল্লার লালপুর, টাগারপার, পৌষার পুকুর পার সহ আশেপাশের এলাকায় প্রতিটি বর্ষায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে এ ধরণের জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ পানিগুলো নিষ্কাশন করার জন্য পূর্ব ইসদাইর এলাকায় একটি সেচ পাম্প রয়েছে। এই পাম্পের মাধ্যমে ফতুল্লার বহু এলাকার পানি নিষ্কাশন করা হয়। তবে সম্প্রতি এ সেচ পাম্পে এক নতুন সমস্যা দেখা দিয়েছে।
যা স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করেছে। জানা গেছে, এলাকার পাম্পের তার ইতিমধ্যে দুই দফায় চুরি হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষা মৌসুমকে সামনে রেখে এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এই পাম্পগুলোই পানি সেচে জলাবদ্ধতা কিছুটা নিরাময় করতে সহায়তা করে। এবার সেই পাম্প নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
প্রতিদিনের মতোই যখন পাম্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি দৈনন্দিন কাজে বের হন, তখন তারা লক্ষ্য করেন যে, পাম্পের তারগুলো চুরি হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যা প্রতিনিয়ত বাড়ছে এবং তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। তারা মনে করেন, অপরাধীরা রাতের অন্ধকারে এসে একের পর এক পাম্পের তার চুরি করে যাচ্ছে, ফলে পাম্পগুলো কাজ করতে পারছে না।
পাম্প দেখাশোনার কাজে নিয়োজিত থাকা আলী হোসেন বলেন, ইতিমধ্যে দুই দফায় পাম্প এর তার চুরি হয়েছে। "আমরা এই সমস্যার জন্য অত্যন্ত চিন্তিত। বর্ষা মৌসুম আসলেই আমাদের জলাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। যদি এইভাবে তার চুরি চলতে থাকে, তাহলে পাম্প বন্ধ হয়ে যাবে।
এদিকে, জলাবদ্ধতার সমস্যাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে, যখন বৃষ্টিপাত বেড়ে যায়, তখন এই সমস্যাটি আরও বেশি প্রকট হয়ে ওঠে। এলাকার সড়কগুলো পানিতে ডুবে যায় এবং চলাচল করতে একেবারে অসুবিধা হয়। স্থানীয় ব্যবসায়ী হাসান বলেন, "বৃষ্টির সময় আমাদের দোকানে পানি ঢুকে যায়, ফলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়।"
এলাকার যুবকরা এই সমস্যার সমাধানের জন্য একত্রিত হয়ে একটি উদ্যোগ গ্রহণ করতে চাইছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, যাতে দ্রুত পাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তারা মনে করেন, যদি পাম্পগুলো সঠিকভাবে কাজ করে, তাহলে জলাবদ্ধতা কমে যাবে এবং এলাকাবাসী ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।
সমগ্র পরিস্থিতি বিবেচনা করে, এটা পরিষ্কার যে, ফতুল্লা লালপুর এলাকার পাম্পের তার চুরি একটি গুরুতর সমস্যা। এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা এতে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে এই সমস্যা সমাধান করা যায় এবং এলাকাবাসী একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে।