Logo
Logo
×

নগরের বাইরে

খানপুর হাসপাতাল রোডে ঈদ জামাত অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

খানপুর হাসপাতাল রোডে ঈদ জামাত অনুষ্ঠিত

আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Swapno

আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করেন খানপুর কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা মাসউদুর রহমান খতিব ও খানপুর বাইতুল আমান জামে (লাল মসজিদ) মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। মোনাজাত শেষে ঈদ জামাত কমিটি সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানান।  সকাল ৬.৩০ মি. অনুষ্টিত হয় ঈদের প্রথম জামাত। প্রথম জামাতের ইমামতী করেন খানপুর কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা মাসউদুর রহমান খতিব। 


২য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ইমামিতী করেন খানপুর বাইতুল আমান জামে (লাল মসজিদ) মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিশেষ বয়ান পেশ করেন মাওলানা আল-আমিন।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন ইপিলিয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন। আরো সহযোগিতা করেন মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জ¥ান, কেয়ার জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুজ্জামান সরদার, মো. শাহিন, খাজা ব্রাদাসসহ অনেকে।   ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্বাবধনে সহযোগিতায় থাকবেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, সহ খানপুর ব্রাঞ্চ সমাজ কল্যাণ, সংস্থা, আমরা খানপুরবাসী।    



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন