আমরা হলাম অস্ট্রেলিয়ান গাভী: জাকির চেয়ারম্যান

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেছেন, আমরা হলাম অস্ট্রোলিয়ান গাভী। আর বিগত চেয়্রাম্যান মেম্বাররা ছিলেন মানুষ। আমরা হলাম পশু। আমরা পশু দেইখা আমাদেরকে আপনারা ব্যবহার করে গোশত, দুধ গরুর পায়া খাইতে পারতাছেন। আমাদেরকে যদি মারেনও আমরা তার কোন উত্তর দিতে পারি না কারন আমরা হলাম গরু। আমাদের নামে মামলা করে হয়রানি করছেন কিছু বলি নাই। আমি যদি মানুষ হইতাম যাদের বিরুদ্ধে মামলা আছে তারা একজনেও ঘরে ঘুমাইতে পারতেন না। এলাকার মানুষের স্বার্থে চুপ হয়ে গেছি। আমি এবং আমার মেম্বাররা হয়রানি হইতাছি। এলাকার শান্তির জন্য চুপ করে আছি। তার পরেও বেশি যদি খোঁচা খুচি করে তাহলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা একজনও ঘরে ঘুমাইতে পারবেন না।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০ টায় পঞ্চায়েত প্রধান আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ড্রেন সহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় জাকির হোসেন বলেন, ৫ আগষ্টের আগে আলীরটেকে কোন মামলা হতোনা। ৮/১০ জন দুষ্কৃতকারী ছাত্র জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে শত শত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমি বলতে চাই আমার এলাকার মানুষ শহরে গিয়ে রাজনীতি করে না, তারা এলাকায় রাজনীতি করে থাকে। আমি প্রশাসনের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সাধারন জনগণ কেউই জড়িত নয়। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, ভিডিও ফুটেজে কোথাও আমি চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণ কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। যদি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাথে কোথাও কেউ জড়িত না থাকে তাহলে তদন্ত সাপেক্ষে চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণকে মামলা থেকে দ্রুত মুক্তি দিতে অনুরোধ করা হলো। এদিকে তার এই মন্তব্যের পড়ে শহর-শহরতলীতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। জাকির চেয়ারম্যান নিজেও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি।