সিদ্ধিরগঞ্জে শিশু সন্তান ও স্ত্রীসহ তিনজনকে হত্যার ঘটনায় ৩ দিনের রিমান্ডে ইয়াছিন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

রিমান্ডে ঘাতক ইয়াছিন। ইনসেটে নিহত স্ত্রী, সন্তান ও স্ত্রীর বোন
সিদ্ধিরগঞ্জে নিজের শিশু সন্তান ও স্ত্রীসহ তিনজনকে হত্যার ঘটনায় স্বামী ইয়াছিন, শশুর দুলাল মিয়া ও ননদ শিমুকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত লামিয়ার বড় বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এই ঘটনায় শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ
বেলায়েত হোসেনের আদালতে আসামি ইয়াছিনকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ
দিনের রিমান্ডের আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে আদালত
আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
এর আগে গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি
পশ্চিমপাড়া বড় বাড়ি এলাকার পোশাক শ্রমিক লামিয়া আক্তার, তার চার বছর বয়সের
শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার প্রতিবন্ধী বড় বোন স্বপ্না আক্তার।
নিখোঁজের চারদিন পর বাসার পাশে রাস্তা খুঁড়ে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের
তিনজনের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শুক্রবার রাতেই নিহত লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনু আলম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।