Logo
Logo
×

নগরের বাইরে

জমির দালালীর টাকার ভাগের জন্য

আজমেরীর সহযোগী হাসানের পায়ে রনির ক্যাডার পল্লবের গুলি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

আজমেরীর সহযোগী হাসানের পায়ে রনির ক্যাডার পল্লবের গুলি

আজমেরীর সহযোগী হাসানের পায়ে রনির ক্যাডার পল্লবের গুলি

Swapno

জমির দালালীর টাকার ভাগাভাগি নিয়ে ফতুল্লার কাশিপুরের উত্তর নরসিংপুর এলাকায় হাসানের পায়ে গুলি করার ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল রাতে জাহাঙ্গীরের অটো রিক্সার গ্যারেজে এ ঘটনা ঘটে। আজমেরী ওসমানের ক্যাডার হাসানকে যুবদল নেতা রনির ক্যাডার দেওভোগের পল্লব তার বাহিনী নিয়ে গুলি করে বলে জানা গেছে। পায়ের গুলি বের করতে ঘটনার দিন রাতে বিভিন্ন ফার্মেসীতে চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসান নারায়ণগঞ্জের সিটি লাইফ হাসপাতালে অস্ত্রপচার করে গুলি বের করেছে বলে সূত্রের দাবী। এ ঘটনায় হাসান থানায় পল্লবের ভয়ে কোনো অভিযোগ দেয়নি।  ঘটনার পর থেকে এলাকায় ধমধমে ভাব বিরাজ করছে।



কাশিপুরের উত্তর নরসিংপুরস্থ কাউয়াপাড়া এলাকার হাসান ও ইউসুফ পতিত আওয়ামীলীগ সরকারের সময় সন্ত্রাসী আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলো। আজমেরীর বলয়ে থেকে এলাকায় বিভিন্ন বিরোধপূর্ন জমির ব্যবসা শুরু করে তারা। এলাকায় বিভিন্ন সময় আজমেরীর প্রভাব খাটিয়ে  নানা ধরনের অপরাধ কর্মকান্ডও করতো হাসান ও ইউসুফ। এই দুইজন মিলে গত কয়েক মাস আগে একটি জমি বিক্রির দালালী করে। সেই দালালী থেকে ৪ লাখ টাকা পাওয়ার কথা রয়েছে তাদের। এ নিয়ে হাসান ও ইউসুফের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়।  এক পর্যায়ে হাসান যুবদল নেতা রনির ক্যাডার দেওভোগের পল্লবের শরনাপন্ন হয়েছিলেন। খবর পেয়ে ইউসুফও পল্লবের সাথে গিয়ে দেখা করে। গত ১১ এপ্রিল রাত ৮ টার দিকে পল্লব ১০/১২ জনের একটি দল নিয়ে নরসিংপুরের কাউয়া পাড়া এলাকায় অবস্থান করে। এক পর্যায়ে হাসানকে তার বাসা থেকে ডেকে নিয়ে আসে পল্লব বাহিনী। পরে তাকে জাহাঙ্গীরের গ্যারেজে নিয়ে যায়। পরবর্তীতে গ্যারেজের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে হাসানকে গ্যারেজের ভিতরে মারপিট করে পল্লব ও তার বাহিনীর লোকজন। এক পর্যায়ে হাসানের পায়ে গুলি করে পল্লব।  এর পর পল্লব বাহিনী ঘটনাস্থল থেকে সটকে পড়ে। জাহাঙ্গীর গ্যারেজে গুলির শব্দে আশপাশের এলাকার লোকজন আতংকিত হয়ে পড়ে।



সূত্র আরো জানায়, পায়ে গুলিবিদ্ধ হাসান ঐদিন রাতে স্থানীয় বেশ কয়েকটি স্থানীয় ফার্মেসীতে চেষ্টা করেন তার ডান পা থেকে গুলি বের করতে। এতে স্থানীয় ফার্মেসীর লোকজন অপারগতা প্রকাশ করেন। পরে হাসানকে ১২ এপ্রিল সকালের দিকে তার স্বজনরা নারায়ণগঞ্জ সিটি লাইফ হাসপাতালে নিয়ে গিয়ে পা থেকে গুলি বের করে। হাসান আজমেরী ওসমানের সহযোগী ছিলেন। অপরদিকে পল্লব যুবদল নেতা রনির লোক হওয়ায় থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ করতে যাননি হাসান ও তার পরিবার।  হাসানও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।  ঘটনার দিন রাতে গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।



সূত্র আরো জানায়,পতিত আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে দেওভোগ এলাকায় পল্লব ও তার লোকজন এলাকায় নানা ধরণের অপকর্ম করে যাচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করদে পারেনা হাসান ও তার বাহিনীর ভয়ে।  


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল হক বলেন, গুলির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। এব্যাপারে অভিযোগ দেয়া হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন