কায়সারের বাড়িতে এখনো আ.লীগের মিলনমেলা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

কায়সারের বাড়িতে এখনো আ.লীগের মিলনমেলা
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে দেশেই আত্মগোপনে রয়েছেন। অথচ, তার আপন ছোট ভাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য এবং চূড়ান্ত কমিটি থেকে বাদ পড়া সানজিদ হাসনাতের মাধ্যমে বিভিন্ন উৎসবের অযুহাতে সাবেক সাংসদ কায়সারদের বাগানবাড়ির পৃথক স্থানে সানজিদের ডেরায় প্রায়ই দেখা মিলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতা থেকে শুরু করে স্বৈরাচারী সরকারের দোসরদের সাথে মিলনমেলায় লিপ্ত হন এবং গোপন বৈঠকও সম্পন্ন করেন।
সূত্র বলছে, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সোনারগাঁয়ের সাবেক সাংসদ কায়সার গাঁ ডাকা দিলেও তার আপন ছোট ভাই সানজিদ হাসনাত প্রকাশ্যে ঢাকা,নারায়ণগঞ্জ, সোনারগাঁ এলাকার বিভিন্ন স্থানে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া সানজিদের নেতৃত্বে কায়সারদের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার বাগানবাড়ির একাংশে রেইন ফরেস্ট নামে সানজিদের বিশেষ ডেরা রয়েছে যেটা আওয়ামীলীগ শাসন আমলেই প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আওয়ামীলীগের পতনের পর সানজিদের বিশেষ ডেরাতেই বিভিন্ন উপলক্ষে উৎসবের অযুহাতে আওয়ামীলীগের মিলন মেলা ঘটানো হয়। ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৮ এপ্রিল শুক্রবার সানজিদের ডেরায় নববর্ষের উৎসব পালনের অযুহাতে আওয়ামীলীগের মিলন মেলায় পরিণত করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আজমেরী ওসমানের সন্ত্রাসী বাহিনীর অন্যতম ক্যাডার আবির, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা পাভেল। নববর্ষ উপলক্ষে আওয়ামীলীগের এই মিলন মেলায় উপস্থিত থাকা অনেকের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ ছিল। আওয়ামীলীগের এই মিলন মেলা নিয়ে স্থানীয় বিএনপির অনেকেই ধারণা করছেন এই মিলন মেলার মাধ্যমে আওয়ামীলীগের একটি গোপন বৈঠক অবশ্যই সংগঠিত হয়েছে। আর এই গোপন বৈঠকের পরিকল্পনা থেকে আপত্তিকর ঘটনা ঘটাতে পারেন। কেননা মোগরাপাড়া এবং কায়সারদের বাগানবাড়ি হচ্ছে সোনারগাঁ আওয়ামীলীগের আতুড় ঘর। আর এই আতুড় ঘরে পতীত আওয়ামীলীগের মিলন মেলা মোটেও স্বাভাবিক বিষয় নয়।