Logo
Logo
×

নগরের বাইরে

গোদনাইলে বহাল তবিয়তে স্বৈরাচারের দোসর গলাকাটা জসিম বাহিনী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

গোদনাইলে বহাল তবিয়তে স্বৈরাচারের  দোসর গলাকাটা জসিম বাহিনী

গোদনাইলে বহাল তবিয়তে স্বৈরাচারের দোসর গলাকাটা জসিম বাহিনী

Swapno

গত মাসে অপারেশন ডেভিল হান্ট চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে, আবার অনেকে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে পালিয়ে না গিয়ে এখনো এলাকায় বীরদর্পে নানা অপকর্ম করে বেড়াচ্ছে সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগে নেতা খোকনের চিহ্নিত সন্ত্রাসী ও মাদকের ডিলার গলাকাটা জসিম, তার ভাই জাকির, আক্তার, মনাসহ বিগত দিনে গোদনাইল অস্থিশীল করে রাখা অনেকেই।


নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত অনুগামী সাবেক কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও যুবলীগ নেতা কাজী আমিরের সহযোগী ছিলেন এই গলাকাটা জসিম, তার ভাই জাকিরসহ পুরো পরিবার। এছাড়া ও বিগত দিনে এরা ইফতেখার আলম খোকনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর শামীম ওসমান সহ ইফতেখার আলম খোকন নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেলেও এখনো এলাকায় বহাল তবিয়তে প্রকাশ্যে রয়েছেন গলাকাটা জসিম , জাকিরসহ আওয়ামী লীগের দোসর অনেকেই। যারা বর্তমানে চেীধুরী বাড়ি স্ট্যান্ড, গোদনাইল রসুলবাগ নতুন রোডের বিভিন্ন চায়ের দোকানে দোকানে জমায়েত হয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে গোদাইলকে অস্থিশীল করতে নানাভাবে চক্র তৈরি যাচ্ছেন। তা ছাড়া এদের নেতৃত্বেই সেই এলাকায় ছড়িয় পরছে বিষাক্ত মাদক যার মাধ্যমে নষ্ট হচ্ছে যুব সমাজ। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্তর্গত ১০ নং ওয়ার্ড বিএনপি নেতাদের সাথে বিভিন্ন্ লবিংয়ে সেই ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়ে ফের বেপরোয়া উঠেন এই গলাকাটা জসিম। এদিকে আলোচনা-সমালোচনা উঠছে পুরো সিদ্ধিরগঞ্জ জুড়েই যে আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে আতাঁত করে ও কিভাবে বিএনপির পদ পেলেন এই কুখ্যাত জসিম।



সূত্র বলছে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা যারা গত ১৫ বছর রাজপথে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন এরা সকলেই গলাকাটা জসিম ও তার পরিবারকে নিয়ে নানা সমালোচনা তুলছেন। বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের সাথে মিলে ব্যবসা-বাণিজ্য করে এখন বিএনপি'র পরিচয় আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়ার অভিযোগ জসিমের বিরুদ্ধে। এছাড়া ও সিদ্ধিরগঞ্জ আওয়ামী দোসর কুখ্যাত ভূমিদস্যু সন্ত্রাসী কিলার রকমতের সহযোগী থাকাকালীন ২০০৩ সালে কাঠবাবুল হত্যা মামলার আসামী ছিলেন এই গলাকাটা জসিম পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে সেই হত্যা মামলা নিস্তার পায়।

তা ছাড়া বিগত দিনে সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে বিএনপি নেতাদের সাথে মিশে এই গলাকাটা জসিম আওয়ামী লীগ নেতাদের ধারে ধারে গিয়ে বিএনপির সকল প্ল্যান ফাঁসসহ কোন নেতা কোথায় আছে সবই আওয়ামী লীগের ডেভিলদের কাছে বলতেন বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া আওয়ামী লীগের কাউন্সিলর ইফতেখার আলম খোকন জসিম ও তার পরিবারের ছিল গভীর সুসম্পর্ক। এই সুসম্পর্কের কারণে গরুর হাট, পুকুরের মাছ, গার্মেন্টসের জুটসহ বিভিন্ন ব্যবসা থেকে লাখ লাখ টাকার ভাগ বাটোয়ারা বিএনপি নেতা হিসেবেই পাচ্ছেন এই দোসর গলাকাটা জসিম। তাছাড়া বিগত দিনে সিদ্ধিরগঞ্জের সকল কুকর্ম থেকে উঠা শামীম ওসমানের মান্থলি মাসে মাসে পৌঁছে দেওয়া সেই মাহবুবের সাথে ও সুসম্পর্ক ছিলো এই গলাকাটা জসিমের। বর্তমানে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার পতন হওয়ার পর ভোল পাল্টিয়ে বর্তমানে বিএনপির নাম বিক্রি করে অপকর্মে ব্যস্ত জসিম বাহিনী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন