Logo
Logo
×

নগরের বাইরে

নাসিকের অবহেলায় ধসে পড়েছে ফরাজিকান্দার গুরুত্বপূর্ণ সড়ক

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

নাসিকের অবহেলায় ধসে পড়েছে ফরাজিকান্দার গুরুত্বপূর্ণ সড়ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বন্দর অঞ্চলে অবস্থিত ১৯ নং ওয়ার্ডের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার নিকটস্থ মদনপুর এলাকায় একটি খালের সংস্কারের অর্ধসমাপ্ত কাজ পুনরায় শুরু না করায় এবার ধসে পড়লো পাশের সড়ক।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বন্দর অঞ্চলে অবস্থিত ১৯ নং ওয়ার্ডের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার নিকটস্থ মদনপুর এলাকায় একটি খালের সংস্কারের অর্ধসমাপ্ত কাজ পুনরায় শুরু না করায় এবার ধসে পড়লো পাশের সড়ক। গত বুধবারে (১৬ এপ্রিল) রাতে হওয়া মাত্র একদিনের ভারী বৃষ্টিপাতের কারণেই এই সড়কটি ধসে পড়ে। এর আগে এই খালটি সংস্কারের কাজ দ্রুত শুরু না করলে চলতি মৌসুমের যেকোন সময় বৃষ্টিপাতের কারণে খালের পাশে অবস্থিত রাস্তাসহ বাড়ি-ঘর ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দৈনিক যুগের চিন্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। তবে নাসিক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখায় সেই আশঙ্কাই সত্যে রূপ নিলো। অতি দ্রুত বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে স্থানীয়দের দাবি।
 
সরে জমিনে গিয়ে দেখা যায়, ফরাজীকান্দার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা এলাকার পূর্ব কিনারা দিয়ে একটি ড্রেনের মাধ্যমে সেতুর পানির নামার ব্যবস্থা করা হয়েছে এই মদনগঞ্জ খালে। সেই পানির স্বাভাবিক স্রোতের কারণে টোলপ্লাজার পূর্বে অবস্থিত বাইপাস সড়কটির কিনারা একটি অংশ খালের উপর পড়ে গিয়ে খুবই ঝুকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। একদিনের ভারী বৃষ্টিপাতের কারণেই ফরাজিকান্দা বাজারের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি ধসে গিয়ে সাধারণ জনগণের যাতায়েতের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ওই সময় মুহুর্তে মধ্য যান চলাচল বন্ধ হয়ে পররে ওই পথে সাধারন যাত্রী  চরম ভোগান্তিতে পরে। অন্যদিকে এসএসসি পরিক্ষা চলমান থাকায় এই সড়কটি ব্যবহারের মাধ্যমে অনেক পরিক্ষার্থী নিয়ে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করে। এখন এই সড়কটি ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেক পথ ঘুরে বিদ্যালয়ে পৌছাতে হয়। ফলে শিক্ষার্থীদের অনেক সময় বেশি লাগে।
 
অন্যদিকে স্থানীয় অনেকেরই দাবি, এই রাস্তাটি নির্মাণ করা ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে। ফলে সরকার সমর্থিত লোকেরা এই কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে এমনিতেই সড়কটি দুর্বল ছিল। তাছাড়া ব্রিজের পানির নামার ড্রেনের মুখটিও মজবুত করে তৈরি করা হয়নি। তাই দুই বছর না যেতেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ার উপক্রম তৈরি হয়েছে। তার উপর গত বছর এই খালটি সংস্কারের কাজ ধরা হলেও তা সমাপ্ত করতে পারেনি ঠিকাদার। যার ফলে উপজেলার ফরাজিকান্দা, বালিয়াগাও, আলীনগর, পুনাইনগর, ঘারমোড়া, চুনাভূরা, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া, নিশং, মহনপুর ১নং মাধবপাশা ও ২ নং মাধবপাশা, কান্দিপাড়াসহ কমপক্ষে ২০/২৫  হাজার সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা ভেঙ্গে পড়ে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে নাসিকের দ্রুত খাল সংস্কারের বাকি কাজ সমাপ্ত করাসহ সড়ক ও জনপথকে রাস্তাটি দ্রুত মেরামতের আহ্বান জানান।
 
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের বহুর প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় “মদনগঞ্জ খাল সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় ঝুঁকিতে রাস্তাসহ বাড়ি-ঘর” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে স্থানীয় বাসিন্দারা চলতি বর্ষা মৌসুমের আগেই খুব দ্রুতএই খালটির সংস্কার কাজ করার আহ¦ান জানান। এই খালের সংস্কার কাজের ঠিকাদারের পক্ষে সংস্কার কাজের দায়িত্বে থাকা মো. রবিন যুগের চিন্তাকে বলেন, আমরা গত বছর এই কাজটি শুরু করার পর খালটি খননসহ বেশ কিছু এলাকায় ব্লকের মাধ্যমে বেস্টনী নির্মাণ করতে সক্ষম হই। এর পর বর্ষা এসে যাওয়ায় সেই কাজ বন্ধ রাখতে বাধ্য হই। কিন্তু বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। এর ফলে কাজটি বন্ধ অবস্থায় আছে। আমরা বাকি কাজ শেষ করার জন্য বেশ কিছু ব্লক বানিয়ে রেখেছি। কিন্তু কর্তৃপক্ষের গা-ছাড়া ভাবে কাজ ধরতে পারছি না। এরই মধ্যে রাস্তার নিচ থেকে বেশ কিছু মাটি সরে গিয়েছে। এবার বর্ষার আগে কাজটি শেষ করতে না পারলে সেই মাটি আরও সরে গিয়ে রাস্তাটি ধ্বসে যাওয়ার সম্ভাবনা আছে। এই কাজটি দেখার জন্য যে প্রকৌশলী ছিলেন বর্তমানে তিনি এখানে নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন