Logo
Logo
×

রাজনীতি

আগামী নির্বাচনে না.গঞ্জবাসী সংসদে যোগ্য প্রতিনিধি পাবে: ফেরদাউসুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

আগামী নির্বাচনে না.গঞ্জবাসী সংসদে যোগ্য প্রতিনিধি পাবে: ফেরদাউসুর

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের সাথে মতবিনিময় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা করেন নারায়ণগঞ্জ মহানগর যুব জমিয়ত উলামায়ে ইসলাম। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চাষাঢ়া জামতলাস্থ মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর যুব জমিয়তের সদস্য সচিব এম.মুফাজ্জল ইবনে মাহফুজ নেতৃত্বে আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 


এসময় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমি সকলকে আহবান জানাচ্ছি নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে যুব জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধ ও শৃঙ্খলা মাফিক কাজ না করলে দেশসহ নারায়ণগঞ্জের উন্নয়নে অগ্রগতি বাধা গ্রস্থ হবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের মানুষের কল্যানের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জবাসী তাদের যোগ্য প্রতিনিধিকে জাতীয় সংসদে দেখবে ইনশাল্লাহ। তাই মুফতি মুনির হোসেন কাসেমী’র নেতৃত্বে আপনারা নারায়ণগঞ্জে গণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

 


এসময় মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে আপনারা প্রতিটি থানা ও ওয়ার্ডে কমিটি গঠন করবেন। যাতে এই কমিটি নিয়ে আগামী নতুন বছরে আমরা এগিয়ে যেতে পারি। নারায়ণগঞ্জ মহানগর যুব জমিয়তে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ হানাজালা’র সভাপতিত্বে ও মাওলানা ফয়সাল মাহফুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতি রাসেল মাহমুদ, মাওলানা মঈনুদ্দিন আহমদ, মুফতী মাসুউদুর রহমান, মাওলানা তারেক আজিজ, মুফতী আনোয়ার, আবদুল মান্নান ও হাসান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন