গত ৫ আগষ্টে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে রয়েছে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা। কিন্তু এক বছর আগেও বিএনপির এক নেকতার মন্তব্যে ক্ষমতাচ্যুত দলের নেতারা বলেছিলেন আওয়ামী লীগ কখনো পালায় না। এমনকি দলটির হাই কমান্ডও একই মন্তব্য করেছিলেন। কিন্তু বাস্তবতা ইতিহাসের স্বাক্ষী হয়ে দাড়ায়। এখন যেন তাই হয়েছে। ২০২৩ সনের ১৯ মে নারায়ণগঞ্জের এক সভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন,আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। তারা কোথায় কিভাবে পালাবেন সে কথাও নাকি চিন্তা ভাবনা করতেছেন শুনলাম। এত দিনে আওয়ামী লীগের নেতারা যা কামাইছেন সেগুলো নিয়ে পালানোর পথ কিন্তু পাবেন না। কিন্তু তখন বিএনপি নেতার এই মন্তব্য মানতে নারাজ নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্টো তখন বিএনপি নেতা মির্জা আব্বাসের মন্তব্্েযর তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছিলেন আওয়ামী লীগ কখনো পালায় না এবং পালাবে না। বিএনপি নেতা মির্জা আব্বাসের মন্তব্যের সাথে দ্বিমত পোষন করেছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা। তারা উল্টো বিএনপি লুটপাট করেছে এমন মস্তব্য করেছে তখন। তখন তাদের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও ব্যপক আলোচনা সারা ফেলেছিল।
আওয়ামী লীগ পালাবেনা প্রসঙ্গে যে নেতারা বলেছিল তারা হলে,২০২৩ সনের ১৯ মে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছিলেন, আমরা পালাবো কেন। আওয়ামী লীগ পালায় না। বিএনপি নেতারা কিছু ভুভাল বক্তব্য দেয়, যা রাজনৈতিক বক্তব্য।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক. এড আবু হাসনাত মো. শহিদ বাদল বলেছিলেন, মির্জা আব্বাসের বক্তব্য তাদের দলের লোকেরাই হাসে। আওয়ামী লীগন কখনো পালাবার দল নয়। পোলাপান কিছু বক্তব্য দেয় না এটা হচ্ছে তেমন পোলা পানের মত বক্তব্য যা বিএনপি নেতা মির্জা আবব্বাস দিয়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ব্এিনপির নেতারা মুখের জোর আর চাপার জোরে তারা এই ধরনের কথা বলেন। তারেক রহমান দুর্নীতির দায়ে পলাতক আসামি হয়ে দেশের বাহিরে রয়েছে।
অপরদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রমান হয়েছে কারা পালিয়ে যায়। বাস্তবতা হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দাপুটে থাকা যে সকল নেতারা বলেছিল আওয়ামী লীগ কখনো পালায় না। অথচ গত ৫ আগষ্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে নারায়ণগঞ্জের এমপি মন্ত্রী নেতারা পর্যন্ত এখনো পলাতক রয়েছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও পালাতক রয়েছে। পলাতক থাকার অন্যতম কারন হচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলিবর্ষন করায় হত্যা মামলায় ফেরারী আসামী হয়ে পালিয়ে বেরাচ্ছে এক সময়ে পালাবে না বলা নেতারাও।
রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি আওয়ামী লীগ পাল্টা পাল্টি বক্তব্যে রাজনৈতিক মাঠ চাঙ্গা হয়ে থাকে। কেননা আজকে বিএনপি বললে কালকে আওয়ামী লীগ বলে। কেউ কাউকে ছাড় দিত না । কিন্তু বস্তবতা হচ্ছে আওয়ামী লীগের হেভিওয়েট প্রভাবশালী নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রীরা এখন পলাতক হয়ে রয়েছে। আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। তাদের এই করুন অবস্থা কতদিন নাগাত থাকবে তা কেউ জানে না। তবে আওয়ামী লীগের এমন হাল ৭৫ সনেও হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা জানান।