গডফাদারের শালা ৭২ কোটি টাকা নারায়ণগঞ্জ ক্লাব থেকে চুরি করেছে
সেলিম ওসমান ঢাকায় বসে ফোনে হুমকি দেয়, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছেনা : এড.টিপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সেলিম ওসমান , তানভীর আহেমদ টিটু
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, সব ভয়কে জয় করেই বৈশাখী টেলিভিশন এগিয়ে গেছে। আর আজ বৈশাখী টেলিভিশনের এই যাত্রার ২০ বছর। ১৯৭১ থেকে ৭৫ সালে ৪ টা পত্রিকা বাদে বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। তার সুযোগ্য মেয়ে ফ্যাসিস্ট সরকার হাসিনা সংবাদপত্রের কন্ঠ রোধ করে রেখেছিল। এই ২৪ পর্যন্ত তারা কি কি করেছে আপনারা সবাই জানেন। নারায়ণগঞ্জের গডফাদার সেলিম ওসমান, শামীম ওসমান, নাসিম ওসমান এবং তাদের পরিবারের বিরুদ্ধে কিছু লিখতে গিয়ে অনেকেই মামলার শিকার হয়েছেন। এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পথে। আপনারা লেখেন তবে সব রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী এক না। আপনারা যাচাই-বাছাই করে তবে লিখবেন। আপনারা কেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের বিরুদ্ধে এখনো লেখেন না।
সেলিম ওসমান সেই ঢাকায় বসে এখনো কেন মানুষকে ফোনে হুমকি দেয়? বিভিন্ন সেক্টরে ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই নিয়ে লেখেন। আমি যদি অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধেও লিখবেন, তবে কথা হচ্ছে বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশ করতে হবে। সত্যতা যাচাই-বাছাই করে সংবাদ করতে হবে। তারা বিভিন্ন মিডিয়ার কন্ঠ রোধ করেছে কারণ সেই সরকারের ৩০০ এমপি-মন্ত্রীর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা দুর্নীতি করেনি। পার্শ্ববর্তী দেশ তাদের দুর্নীতিগুলো প্রশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের মিডিয়াগুলোকে কন্ট্রোল করেছে। শেখ হাসিনার পক্ষে এবং বিপক্ষে কি লেখা হবে সেটা তারা ঠিক করে দিয়েছে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বৈশাখী টিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির এই নেতা আরও বলেন, গডফাদার, সেভেন মার্ডারের পৃষ্ঠপোষক এবং ত্বকী হত্যাকারীরা এখন পালিয়ে গেছে। আন্দোলনে তারা রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব থেকে অস্ত্র নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছে। রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাবে হামলা হওয়ার কথা না কিন্তু হয়েছে ক্ষোভের কারণে। গডফাদারের শালা (তানভীর আহমেদ টিটু) ৭২ কোটি টাকা নারায়ণগঞ্জ ক্লাব থেকে চুরি করেছে। একদিনেই ২৭ কোটি টাকার চেক উঠিয়ে নিয়ে গেছে। সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো তুলে ধরেন। তিতাস, বিদ্যুৎ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয় তুলে ধরেন। শুধু রাজনীতিবিদরা, সাংবাদিকরা যে অসাধু এটা বললে চলবে না। গ্যাস সেক্টরে অবৈধ লাইন দিয়ে সরকারি কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।