দিনাকে বক্তব্য প্র্যাকটিস করতে বললেন আজাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিতর্কিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিতর্কিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনাকে সতর্ক করে বলেন, দিনা সব প্রোগ্রামে কাউকে এট্যাক করে কোন বক্তব্যে দেওয়া যাবে না। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, এটা সব সময় মাথায় রাখবা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী নগর কদমতলী এলাকার মার্চেন্ট ওয়ার্কার হাইস্কুল (এমডব্লিউ উচ্চ বিদ্যালয়) প্রাঙ্গণে আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনার একটি উশৃঙ্খল বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজাদ তাকে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি সবাই-সবার পরিপূরক এটা বিশেষ করে তোমার মাথায় রাখতে হবে। আমরা সবাই মিলেই রাজনীতি ঐক্যবদ্ধ হয়েই করবো। যে দলে ঐক্যবদ্ধতা নেই, সেই দল ধ্বংসের পথে থাকে।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের সকলের পছন্দের নেতা। আর তিনি সবসময় বলেছেন সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ থেকে পদ চলতে হবে। এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এক হয়ে দেশের মানুষকে বোঝাতে হবে বিএনপি যে একটি গণতান্ত্রিক দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বেপারী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু, মাসুকুল ইসলাম রাজিব, ফতেহ রেজা রিপন, মনিরুল ইসলাম সজল, সাদেকুর রহমান সাদেক, মাজহারুল ইসলাম জোসেফ, আয়েশা আক্তার দিনা, রাহিদ ইসতিয়াক সিকদার প্রমুখ। এর আগে ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বেফাঁস বক্তব্যে দেওয়ার অভিযোগ উঠেছিলো এই বিতর্কিত দিনার বিরুদ্ধে। যা নিয়ে বিগত দিন ও বর্তমানে এই দিনার বিরুদ্ধে রাজনৈতিক মহলে নানা সমালোচনা তৈরি হয়েছে।