যানজট নিরসনে প্রশাসন যেন ঘুমিয়ে আছে : জামায়াত নেতা মাওলানা মঈনুদ্দিন আহমেদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ উপলক্ষে নারায়নগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ উপলক্ষে নারায়নগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৈশাখী টেলিভিশন গতকাল শুক্রবার ১৯ বছর পূর্ণ করে ২০ বছর শুরু করেছে। শুক্রবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কেক কাটেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা।
বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ মডেল গ্রুপের কর্মকর্তা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসাইন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে প্রশাসন নিরব কেন? এসময় তিনি বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করে আরও বলেন, ৫ আগষ্টের আগে যা যা ঘটেছে বাংলাদেশের মানুষ ভুলে নাই, ভুলবেও না। নারায়ণগঞ্জের মানুষের বিভিন্ন সমস্যা আছে। নাগরিক সমস্যা,যানযট এবং হকার সমস্যা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমি মনে করি বৈশাখী টেলিভিশন এসকল সমস্যা নিয়ে কাজ করবে। যানজট নিরসন সম্পর্কে বলেন, প্রশাসনের নিকট আমরা বিভিন্ন সময় বলার পরেও কোনো সুরাহা পাচ্ছি না। দৃশ্যমান কোনো কার্যকলাপ দেখতে পাই না। নারায়ণগঞ্জের যানজট নিরসনে প্রশাসন যেন ঘুমিয়ে আছে। কোন অদৃশ্য শক্তি এর পিছনে কাজ করছে জনগণ তা জানতে চায়। আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে দিন পার করলে হবেনা জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে।
কেক কাটা ও আলোচনার পূর্বে বিশিষ্টজনদের নিয়ে একটি র্যালি নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। বক্তারা বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন আগামীতে আরো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করবে।
বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি ১৯ বছর পূর্ণ করে ২০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় বিশিষ্টজনরা বলেন, বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করছে। তাই দর্শকদের ভালোবাসা পেয়ে এত দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে।