Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে শক্ত অবস্থানে ইসলামী দলগুলো

Icon

এম মাহমুদ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

না.গঞ্জে শক্ত অবস্থানে ইসলামী দলগুলো

ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ

গত ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক বৃহৎ পটপরিবর্তন হয়। কিন্তু ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে দেশব্যাপী চলমান ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার দ্বারা স্বৈরাচারী পন্থায় ধমন নীপড়নের রাজনীতি। কিন্তু গত ৫ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা রাজনৈতিক দলগুলো নব উদ্যমে রাজনীতিতে পদার্পনের চেষ্টা করে। কারণ ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার দ্বারা দেশ পরিচালিত হলেও নির্বাচন আসন্ন। যার কারণে রাজনৈতিক দলগুলো ভিন্ন কৌশল বা সংগঠনকে শক্তিশালী সংগঠনে রূপান্তর করে জনসম্পৃক্তার জন্য বিভিন্ন কর্মকান্ড প্রক্রিয়া হাতে নিয়েছে। এরমধ্যে ইসলামী দলগুলো নিজেদের ক্লিন ইমেজ ধরে রেখে ত্বরিত গতিতে সংগঠন নয়া নেতৃত্ব প্রদান করে আসন্ন নির্বাচন ও জনসম্পৃক্ততায় এগিয়ে থাকার চেষ্টায়। তারই আলোকে নারায়ণগঞ্জের ইসলামী রাজনৈতিক দলগুলো পাকাপোক্ত হচ্ছে।


সূত্র বলছে, নারায়ণগঞ্জে ইসলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যেই শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, জমিয়তে ইসলাম নায়ায়ণগঞ্জ জেলা শাখা, খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলা শাখা। এরমধ্যে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় গত ৫ই আগস্টের নেতৃত্বের পরিবর্তন ঘটে। গত ২৯ নভেম্বর  নারায়ণগঞ্জ মহানগরীর ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত করে এবং মাওলানা আব্দুল কাইয়ুম  নায়েবে আমির ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন সেক্রেটারি মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।


এর আগে গত ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামে মো. মমিনুল হক সরকারকে আমীর মনোনীত করে কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পর থেকেই বিভিন্ন ইউনিয়ন উপজেলায় জামায়াত ইসলাম সংগঠনকে শক্তিশালী করতে কমিটি গঠন করে যা”েছন। এছাড়া নানামুখী কর্মসূচির মাধ্যমে জামায়ত ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে ধীরে ধীরে জনসম্পৃক্ত হওয়ার প্রচেষ্টা চালা”েছন। অপরদিকে গত ৪ অক্টোবর বাগে জান্নাত মসজিদে প্রতিনিধি সম্মেলনের মধ্যদিয়ে হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের আংশিক কমিটি ঘোষণা করেন।


হেফজত ইসলামের জেলা কমিটিতে সভাপতি করা হয় মুফতি মনির হোসাইন কাসেমী ও সাধারণ সম্পাদক হন এবিএম সিরাজুল মামুন। সেই সঙ্গে মহানগর হেফাজত ইসলামের কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশদি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মাওলানা মীর আহমাদুল্লাহ। কিন্তু পরবর্তীতে ৫ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া মসজিদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। সভায় নবগঠিত হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া এ বি এম সিরাজুল মামুন তাঁর পদবি প্রত্যাখ্যান করেন।


তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়ালকে মূল দায়িত্ব থেকে বাদ দেওয়া এবং শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। একই সঙ্গে আমাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে। তাই এই কমিটি ঘোষণার নিন্দা জানাই ও কমিটি প্রত্যাখ্যান করছি।’ জেলা হেফাজতের পদ থেকে এবি এম সিরাজুল ইসলাম মামুন পদত্যাগ করলেও এর আগেই খেলাফত মজলিস নামক অপর এক ইসলামিক দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি পদে ছিলেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।


এছাড়া নারায়ণগঞ্জ শহর জুড়ে পূর্বে থেকেই রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। এদিকে গত ২৭ডিসেম্বর বিকালে চাষাঢ়া জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।  আর এই সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি হন মুফতী মনির হোসাইন কাসেমী, সাধারণ সম্পাদক হন মাওলানা ফেরদাউসুর রহমান। এদিকে মনির হোসেন কাশেমী নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামেরও সভাপতি পদে রয়েছেন।


এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসন্ন নির্বাচনেও মনির হোসেন কাশেমী মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন ভাবে প্রচার করছেন। এছাড়া মাওলানা ফৌরদুসুর রহমান এর আগে নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ শহর বা বিভিন্ন আন্দোলনে নেতৃত্বে থেকে পূর্বে থেকে ব্যাপক আলোচিত হেফাজত ইসলামে হেভিওয়েট নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তারা উভয়ই হেফাজত ইসলাম ও জমিয়তে ইসলামকে নারায়ণগঞ্জে শক্তিশালী সংগঠনে রূপান্তিত করছেন।


এছাড়া নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ মহানগরে ইসলামে আন্দোলনকে নেতৃত্বে দিয়ে যাচ্ছেন। এছাড়া দেশের নানামুখী সমস্যা নিয়ে নানা আন্দোলন এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনে সম্মুখ সাড়িতে নেতৃত্ব দিয়ে ব্যাপক আলোচিত ইসলামী দলগুলোর মধ্যে একজন সাহসী নেতা হিসেবে পরিচিত করে নিজেকে মুফতি মাসুম বিল্লাহ। এভাবেই নানা কলাকৌশল দক্ষ নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জে শক্ত অবস্থান গড়ে তুলেছে ইসলামীদলগুলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন