Logo
Logo
×

রাজনীতি

তৃণমূলের ভোটে নেতা নির্বাচনের নির্দেশ

Icon

এম মাহমুদ

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

তৃণমূলের ভোটে নেতা নির্বাচনের নির্দেশ

নারায়ণগঞ্জের জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ

 রাজনৈতিক পটপরিবর্তনের পর বসে নেই দীর্ঘদিন ক্ষমতার স্বাদ থেকে দূরে থাকা বিএনপি। দল গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের যুগপৎ প্রস্তুতির অংশ হিসেবে ৩১ দফা ও ভিশন ২০৩০ কে প্রধান্য দিয়ে প্রতিটি জেলা ও মহানগর উপজেলা পর্যায়ে তৃণমূলের ভোটে নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ধাবিত হচ্ছে বিএনপি। এদিকে অত্যান্ত দ্রæত সময়ের মধ্যে ১০টি সাংগঠনিক বিভাগে তৃণমূল জাতীয় সম্মেলনের প্রক্রিয়া হাতে নিয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এসব কর্মকাÐ তদারকি করছেন। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হলেও সে কমিটি বিলুপ্ত হয়েছে। তবে জেলা নেতাদের মতামত এরকম সিদ্ধান্ত দলীয় ভাবে গৃহীত হলে সম্মেলন প্রস্তুত কমিটি আপাতত নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে গঠিত হতে পারে।  অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সম্মেলনের প্রস্তুতি নিয়েও সম্মেলন করতে পারেনি। যার কারণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মেলন সর্বপ্রথম হতে পারে। এদিকে উপজেলা কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠিত হলেও ইতিমধ্যেই কমিটিগুলো মেয়াদকাল শেষের দিকে যার কারণে জেলা বা কেন্দ্রের নির্দেশে বর্তমান কমিটির মাধ্যমে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হতে পারে।

 সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি সবেমাত্র বিলুপ্ত হয়েছে। ইতিমধ্যেই জেলার নেতারা কেন্দ্রে দৌড়যাপ বা লবিং গ্রæপিং নিয়ে মহাব্যস্ত সময় পার করছিলেন। এরমধ্যেই দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১০টি বিভাগে তৃণমূলের মতামত তাদের মাধ্যমে গঠিত জেলা ও মহানগরের সম্মেলন যেখানে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ভোটে নেতা নির্বাচিত হবেন জেলা ও মহানগরে নেতৃত্ব প্রত্যাশী নেতারা। তবে এসকল সিদ্ধান্ত নারায়ণগঞ্জের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি না থাকা বা জেলা বিএনপির কমিটি পূণরায় গঠিত না হওয়ায় জেলা বিএনপি এক নেতা নিশ্চিত করেছেন, তৃণমূলকে প্রধান্য দিয়ে কমিটি গঠন করতে হলে শীঘ্রই জেলা বিএনপির আংশিক কমিটি প্রয়োজন। নাহলে সম্মেলন করার জন্য জেলা নেতাদের সমন্বয়ে সম্মেলন প্রস্তুত কমিটি করে তাদের মাধ্যমে সম্মেলনের আয়োজন এবং তৃণমূলের ভোটের ভিত্তিতে তখন সরাসরি নেতা নির্বাচিত হতে পারবে।


এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু অত্যান্ত সফলতার সাথে মহানগরের সকল উপজেলা থানা ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছেন। কিন্তু ইউনিট সম্মেলন শেষে মহানগরের সম্মেলনের আয়োজন করতে গিয়েও আন্দোলন সংগ্রামের কারণে পিছপা হন। যার কারণে ১০টি বিভাগে তৃণমূলের ভোটে নেতা নির্বাচনের প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়া সম্ভাভনাময়। এছাড়া এ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ পদে নেতৃত্বে আসবেন তৃণমূলের বিএনপি নেতাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাভুক্ত সোনারগাঁ,রূপগঞ্জ,আড়াইহাজার,এলাকায় জেলা বিএনপির তৎকালীন নেতারা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করলেও সেখানে তৃণমূলের ভোটের প্রধান্য তেমন ছিল না এবং এসকল কমিটি ইতিমধ্যেই মেয়াদউত্তীর্ণ হয়েছে। যার কারণে এসকল উপজেলার সম্মেলন হতে পারে জেলা বা কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে। অপরদিকে ফতুল্লা,সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠিত হলেও সে কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয়নি। যার কারণে ফতুল্লা,সিদ্ধিরগঞ্জ থানা কমিটিও পুনরায় গঠন হতে পারে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাদের ভোটের ভিত্তিতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন