Logo
Logo
×

রাজনীতি

নতুন বছরকে ঘিরে বিএনপির প্রত্যাশা

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

নতুন বছরকে ঘিরে বিএনপির প্রত্যাশা

নারায়ণগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ

২০২৪ সালটি বাংলাদেশের জন্যই অবিস্মরণীয় একটি বছর। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ ১৬ বছর রাজত্ব করা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এই বছরের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জের বিপুল পরিমাণ ছাত্র-জনতা। এ ছাড়া আওয়ামী লীগের শাসন আমলে টানা ১৬ বছর মিথ্যা মামলা-হামলা রশানলের শিকার হয়ে জর্জরিত হয়ে পরেন দেশের সবচাইতে বড় বিরোধী দল বিএনপি। ২০২৪ সালের আন্দোলনে সেই ভযঙ্কর দিনগুলো থেকে পরিত্রান পান দলটি। যাকে ঘিরে নতুন বছরে মুক্ত বাতাসে নতুন রূপে বিএনপি দেশের জনগণের সকল হারিয়ে ফেলা অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। দেশের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরে পাওয়ার লক্ষে কাজ করে আসছে। তা ছাড়া বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে চায় দলটি। দলটি মনে করে, অন্তর্র্বতী সরকার যেহেতু একটি অনির্বাচিত সরকার, নির্বাচন প্রলম্বিত হলে এখন দেশবিরোধী নানা ধরনের যে প্রোপাগান্ডা-ষড়যন্ত্র চলছে, সেটি আরও ডালপালা মেলতে পারে। তাই আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা নয়, এ ব্যাপারে রোডম্যাপ আকারে সুনির্দিষ্ট ঘোষণা চায় দলটি।


এদিকে নেতাকর্মীরা নতুন বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচন চায়। বিভিন্ন সময় দলটির অভ্যন্তরীণ আলোচনায় সেটি উঠে আসে। তবে নতুন বছরের শেষ নাগাদ নির্বাচন হলেও সেটির বিরোধিতা করবে না দলটি। এটিকে সহনীয় বিবেচনা করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্র্বতী সরকারকে এই সময়টুকু দিতে চায় তারা। এর আগে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন এবং তার ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই এই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান অন্তর্র্বতী সরকারের সাড়ে ৫ মাস পার হয়েছে। সরকারের প্রধান কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা লক্ষ্যে রাজনৈতিক দলগুলো থেকে জোরালো বক্তব্য দেওয়া হচ্ছে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জোর দাবি জানিয়ে আসছে বিএনপি। এদিকে ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিকে বর্তমানে দেশের জনগণকে বিএনপির দিকে আগ্রহী করার লক্ষে ৩১ দফা দাবির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে বলেছেন এিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাকে ঘিরে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা শক্ত অবস্থানে উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করছেন। তা ছাড়া নতুন বছরের ১ম দিন থেকেই দলীয় কাজে আরো ব্যাপক কাজে লিপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে দলটির নেতাকর্মীরা। তা ছাড়া নারায়ণগঞ্জে যাতে আবারো কোন প্রকারের গডফাদার জন্ম হতে না পারে সেদিকে জনগণকে সাহয্যে করার অনুরোধ রয়েছে বিএনপি নেতকার্মীদের। সকলেই নতুন বছরের প্রত্যাশা হিসেবে সুষ্ঠ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করাই মুল লক্ষ্য।



এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন যুগের চিন্তাকে বলেন, বাংলাদেশের ইতিহাসের আন্দোলন সংগ্রামের এবং স্বৈরাশাসকের অবসানের একটি বিজয়ের বছর ও গৌরবের বছর  ২০২৪।  যা আমরা আজকে অতিক্রম করতে যাচ্ছি। এই সালটি বড় একটি ত্যাগের ইতিহাস। প্রায় ২ হাজার মানুষ এই বছরের আন্দোলন প্রাণ দিয়েছে, ২৫ হাজার মানুষের উপরে গুরত্বর আহত হয়েছে। এ ছাড়া সাধারণ জনগণ আন্দোলন করার যে সাহসিকতা দেখিয়েছে সেটা ও কিন্তু ২০২৪ সালের জন্য একটি রের্কড।



তিনি বলেন, ১৯৭১ সালে যেমন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যেখানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিলো। সে সময় মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বসস্ত্রে লিপ্ত ছিলো। দেশের মানুষ ও তখন সেটা সাপোর্ট করে মুক্তিযুদ্ধে যারা অংশগহণ করেছে এদেরকে সাহায্যে সহযোগীতা অনেকটাই সেক্রিফাইস করেছে। আর এর পরে ২০২৪ সালে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে সেটা ও গৌরব উজ্জ্বলের একটি বছর ছিলো।



তিনি আরো বলেন, এখন সামনে যে ২০২৫ সাল আসছে। এরই মাঝে মানুষের প্রত্যাশা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ইতিমধ্যে আমরা সকলেই অবগত রয়েছি। আমাদের লড়াইটি ছিলো কিসের, সুশাসন, ন্যায় বিচার, মৌলিক অধিকার, দুর্নীতির বিরুদ্ধে এমন অনেক কিছূই মানুষের প্রত্যাশা। আর এই প্রত্যাশা পূরণে ২০২৪ সালে যে আমরা ঐক্য হলাম এটা কত দূর থাকবে ও কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে সেটা এখনো সুনিশ্চিত করা বলা যাবে না।



তিনি বলেন, ১ জানুয়ারী থেকে আমাদের যাত্রা শুরু হবে বহু প্রত্যাশা নিয়ে কিন্তু কতটা গ্রহণ হবে সেটা আল্লাহ ভালো যানে। যদি আমাদের সাহসিকতার কথা, ভূমিকার কথা মনে রেখে যদি জাতিকে ঐক্যবদ্ধ করে প্রত্যাশা পূরণে কাজ করা যায় তাহলে আমার বিশ^াস ২০২৫ সালে নতুন একটি রেকর্ড হতে পারে। আর ইতিমধ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্বাচন কেন্দ্রিক যে ৩১ দফা দাবির সুফল সর্বস্থরের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে সেটা ছড়িয়ে দিতে পারলে। আর সংস্কার, গণতন্ত্র পূর্নউদ্ধারের মাধ্যমে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে সেটার মাধ্যমে ২০২৫ সাল আরো অনেকটাই গৌরবময় হয়ে উঠবে বলে আমরা আশা রাখছি।


মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আগামী দিনে যে নতুন সূর্য উদয় হবে। এর সাথে সাথে নতুন বছরে আমাদের প্রত্যাশা ও অনেক। গত ৫ আগষ্টের পূর্বে বাংলাদেশের মানুষ যেমনভাবে নির্যাতিত হয়েছে। মানুষের অধিকার বলতে কিছু ছিলো না এবং বিভিন্ন দূর্নীতির মাধ্যমে যেভাবে দেশকে তলানীতে নিয়ে যাওয়া হয়েছে, নির্বাছন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা নতুন বছরে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করছি। আর সেখানে জনগণের ভোটের অধিকার ফিরে পেতে চাই।



তিনি বলেন, গত ১৫ বছর জনগণের যে হারানো অধিকারগুলো রয়েছে যে, শিক্ষা, গণতান্ত্রিক অধিকার, চিকিৎসার অধিকার, বিচারের অধিকার. অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার যা বিগত দিনে আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছিলো তা আমরা পূণরায় ফিরে পেতে চাই। দেশের সুষ্ঠূ ও সুন্দর আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হোক। নির্বাচনী ধারায় দেশ ফিরে যাক। মানুষ সুখে শান্তিতে দেশের বসবাস করতে পারবে। আর বর্তমানে আমরা তারেক রহমানের যে ৩১ দফার সুফল জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কাজ করছি সেটা বাস্তবায়ন হোক।  



মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জবাসীকে মহানগর বিএনপির পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানচ্ছি। অতীতের সকল ক্লানি মুছে, সকল অন্যায় অত্যাচার নির্যাতন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষ।



তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজমুক্ত নারায়ণগঞ্জ শহর গড়ে উঠুক। আর নারায়ণগঞ্জে নতুন কোন গডফাদারের জন্ম না হোক। নারায়ণগঞ্জবাসী একে অপরের পাশে থেকে সকল কাজে একত্রিত থাকতে চাই। তা ছাড়া নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা যাতে কোন গডফাদার ও গডফাদারদের দোসরদের হাতে জিম্মি না থেকে ব্যবসা পরিচালনা করতে পারে। আর নারায়ণগঞ্জবাসী যেন অতীতের সকল অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়ে তাদের হারানো সকল অধিকার ফিরে পায় সেই প্রত্যাশা করছি।



জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, দেশের ইতিহাসের ব্যাপক আন্দোলন সংগ্রামের এবং স্বৈরাশাসকের অবসানের বিজয়ের বছর ও গৌরবের বছর এই ২০২৪ আমরা অতিক্রম করতে যাচ্ছি। এ ছাড়া আমরা যে দলটি করি জাতীয়তাবাদী দল বিএনপি। সেটি জনগণের ভাগ্য উন্নয়নে, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়াসহ দেশের মানুষের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার কর্মসূচি ঘোষণা করেছে যার মাধ্যমে দেশে সকল প্রকারের গণতন্ত্র ফিরে আসবে সেই লক্ষে জাতীয়তাবাদী দলে প্রত্যোকটি নেতাকর্মী তারেক রহমানের দেওয়া সকল ঘোষণা বাস্তাবায়ন করবে।



তিনি বলেন, আর নতুন বছরের মাধ্যমে নারায়ণগঞ্জের সকলের সাথে সকলের সুসম্পর্ক তৈরি হোক এই প্রত্যাশা আমার থাকবে। আর নতুন বছরে নারায়ণগঞ্জ যেন যানজটমুক্ত-দখলদারিত্বমুক্ত-দূষণমুক্ত ও পরিষ্কার পরিষ্কারপছন্ন্ নারায়ণগঞ্জ দেখতে চাই যেখানে আমাদের যত সহযোগী প্রয়োজন সবই আমরা দিয়ে যাবো। আর যত রাজনৈতিক দল রয়েছে সকলেই যাতে ঐক্যবদ্ধ থাকে দেশের স্বার্থে এটাই নতুন বছরে আমাদের চাওয়া।



ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, নতুন বছরে আমাদের চাওয়া এ দেশের বাকস্বাধীনতা পূর্ণউদ্ধার, গণতন্ত্র পূর্ণউদ্ধার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য। আর ২০২৫ সালে আমরা চাই বর্তমান যে সরকার রয়েছেন তিনি যেন অতি তাড়াতাড়ি সংস্কারের নামে দীর্ঘস্থায়ী মেয়াদী না থেকে যতটুকু সংস্কার প্রয়োজন যতটুকু করে যেন একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করে আর যার মাধ্যমে জনগণ ভোট দিয়ে দেশের নতুন সরকার নিবার্চিত করতে পারে সেটাই আমাদের মূল প্রত্যাশা।



সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এইচ.এম আনোয়ান প্রধান যুগের চিন্তাকে বলেন, টানা ১৭ বছরের নির্যাতনের পর এই নতুন বছরে আমাদের মূল প্রত্যাশা রয়েছে। বাংলাদেশ যেন সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়তে চাই। প্রত্যোকটি মানুষ তাদের গণতন্ত্র ভোগ করবে।



তিনি বলেন, আর বর্তমানে আমাদের দলের রাজনৈতিক বহু গুণঘাতি পরিবর্তন শুরু হয়েছে। আর র্ঊুমানে সঠিক সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচির মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের দেশের রাজনীতি কোন পথে রয়েছে।



মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে আমরা গণতান্ত্রিকভাবে উন্মুক্ত পরিবেশে নির্বাচন হোক। যে নির্বাচনের দেশের জনগণ ভোট দিতে চাইবে। যে ভোটের অধিকারের জন্য আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি যার সুফল যেন জনগণ পায়।



মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, ২০২৪ সালের যে আন্দোলনের যে সফলতা এক দাফ এগিয়ে নতুন বছরে আমরা চাই বাংলাদেশকে নতুন করে বিনিমাণের তারেক রহমান ও জন সাধারণের যে স্বপ্ন রয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ভূমিকা নতুন বছর থেকেই আমাদের শুরু হবে।



মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু যুগের চিন্তাকে বলেন, জুলাই -আগষ্টের বিপ্লবের পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশের যে নতুন বছর আসতে যাচ্ছে যেখানে বিগত দিনের যত পাপ, অন্যায়, অপরাধ সবই ধুয়ে মুছে ২০২৫ সাল শুরু হোক আর নতুন রূপে বাংলাদেশ নির্মাণ হোক।তিনি বলেন, আর বর্তমানে আমাদের দল বাংলাদেশকে পূর্ণগঠন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দাবির সুফল সকলের মাঝে ছড়িয়ে দিতে বলেছেন। আর এই বছর অন্তবর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাই। যার মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার গঠন হবে।



মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ যুগের চিন্তাকে বলেন, আমরা আশা করছি নতুন বছরে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক নির্বাচন পাবো। আর সকলের বাকস্বাধীনতা নিশ্চিত হবে। আর নির্বাচনের পূর্বে সার্বিক গণতন্ত্রচর্চার সমষ্টময় একটি পরিবেশ সৃষ্টি হবে। আইনের শাসন সৃষ্টি হবে। জনঘন তাদের স্বাধীনতা ফিরে পাবে। আর আগামীতে যোগ্যতার বৃদ্ধিতে নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক। নতুন বছরে আমার এই প্রত্যাশা থাকবে।



মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, আন্দোলন সংগ্রামে মাধ্যমে ২০২৪ সালে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। ছাত্র-জনতাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠন এবং অন্য অন্য দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে যার মাধ্যমে অনেকের রক্ত ও প্রাণ জড়ে গেছে।তিনি বলেন, আসছে নতুন বছর যেখানে সাধারণ মানুষ একটি নতুন বছর পাবে। আর আমরা বর্তমানে তারেক রহমানের ঘোষিত যে ৩১ দফা রয়েছে যা নিয়ে আমরা কাজ করছি সেটাকে বাস্তবায়ণ করা ও সাধারণ মানুষের মেন্ডেট নিয়ে আগামীতে আমাদের কাজ করা।



মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আজিজুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, নতুন বছরে আমাদের মূল প্রত্যাশা থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দোসররা যেভাবে গণহত্যা সংগঠিত করেছে এই গণহত্যাকারীদের আমরা বিচার দেখতে চাই।তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ সুষ্ঠ নির্বাচনের জন্য যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে নতুন বছরে আমরা সেই নির্বাচন দেখতে চাই। আর শীগ্রই নির্বাচনী সরকারের হাতে বাংলাদেশের ক্ষমতা যাক আর দেশ আরো গৌরবময় হয়ে উঠুক সেটাই আমাদের প্রত্যাশা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন