জামায়াতের সমাবেশ নিয়ে ব্যাপক আলোচনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
জামায়াতের নেতৃবৃন্দ
দেড় যুগ পর নারায়ণগঞ্জ জেলা মহানগর জামায়াতে ইসলামী একের পর এক সেবা মুলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে কাছে এসেছে। তার এবার বিশাল জনসমাবেশ করার মাধ্যমে নারায়ণগঞ্জে ব্যপক আলোচনা তৈরী করতে যাচ্ছে। কিন্তু ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান যখনই চাপে থাকতেন তখনই তিনি শহরে কিংবা ওসমানী স্টেডিয়ামে বিশাল সমাবেশ করে শক্তির জানান দিতেন। সবশেষ ২০২৪ সনের ৪ জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখানে সমাবেশ করে যান। নির্বাচনের পরে শামীম ওসমান প্রত্যাশা নামক সংগঠন নিয়ে এখানেসভা করেন। এর পরে ওসমানি স্টোডিয়ামে আর কোন সভা হয় নাই।
গত বছরের ৫ আগষ্ট শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতারা পালিয়ে রয়েছেন। কিন্তু তাদের পতনের পর প্রায় দের যুগ পড়ে নারায়ণগঞ্জে প্রকাশ্যে এসে বিশাল আকারে সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা মহানগর জামায়াতে ইসলামী। এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে মহানগর জামায়াতে ইসলামী প্রস্তুতি সভা করেছে।
এদিকে আলোচনা হচ্ছে বিগত সরকারের আমলে শামীম ওসমান এখানে সভা সমাবেশ করলেও মাঠ ভরতে পারে নাই। তাছাড়া তার দলের নেতাকর্মীরা টাকা দিয়ে লোক আনতেন। কিন্তু জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীদের মাঝে টাকা দিয়ে লোক আনার প্রবনতা নেই। তাছাড়া আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে জেলা মহানগর বিএনপি এত বড় সমাবেশ করেন নাই কিংবা করার প্রস্তুতিতে নেন নেই। সেই জায়গায় জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীরা দীর্ঘ দিন পর দলের নেতাকর্মীদের নিয়ে এত বড় আয়োজন করতে যাচ্ছেন যা কি না রাজৈনিতক মহলে ব্যপক সাড়া ফেলেছে। সেই সাথে ওসমানী স্টেডিয়ামে তাদের সমাবেশ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মাঝে আলোচনার বাতাস বইতে শুরু করেছে। এছাড়া প্রশ্ন উঠেছে যেখানে নির্বাচনের তেমন কোন আলোচনা নেই সেখানে জামায়াতে ইসলামী দলের শীর্ষ নেতারা কর্মীদের কি এমন বার্তা দিবেন। যদিও জামায়াতে ইসলামীর সমাবেশ গুলো শৃঙ্খলাপূর্ণ হয়ে থাকে।
অপরদিকে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জনসমাবেশের সভাপতিত্ব করবেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
নারায়মহানগর জামায়াতে ইসলামের আমীর আব্দুল জব্বার বলেন, এযাবৎ কালের সবচেয়ে বিশাল জনসমাবেশ করতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা মহানগর জামায়াতে ইসলামী। এই সমাবেশকে সফল করার জন্য জেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সদর বন্দরের নেতাকর্মীরা লক্ষাধিক লোক উপস্থিত হিবে। তাছাড়া "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়। সেই লক্ষ্যেই আমাদের কাজ চলছে। এই সমাবেশে আগামী দিনে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী মানুষের পাশে থেকে কিভাবে ভুমিকা পালন করবে তার বার্তা দেয়া হবে। এছাড়া আগামী দিনে আমাদের নেতৃত্ব দেয়া যায় তা নিয়ে বার্তা দিবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আগামীর নির্বাচনে ন্যায়পরায়ণ, আল্লাহভীরু, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল নয় টায় অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহা সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয়। বিশাল জনসমাবেশের প্রতিপাদ্য বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ন্যায় ও ইনসাফপুর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিকল্প নেই। এই সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা মহানগর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।