Logo
Logo
×

রাজনীতি

প্রাণ ফিরছে অঙ্গসংগঠনে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রাণ ফিরছে অঙ্গসংগঠনে

নারায়ণগঞ্জ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা

 নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি এখনো পূর্ণাঙ্গ বা সম্মেলন না হলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অর্ন্তভুক্ত সকল অঙ্গসংগঠনের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে। ইতিমধ্যেই যুবদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদলের কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি আসন্ন এবং আগামী ২১জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের অর্ন্তভুক্ত সকল ইউনিট কমিটির সম্মেলন হতে যাচ্ছে।



দলীয় সূত্র বলছে, গত ১৪ জানুয়ারি মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক এবং সাহেদ আহমেদ সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন কেন্দ্রীয় যুবদল। অপরদিকে ২০২৩ সালের ১৫অক্টোবর সাখাওয়াত ইসলাম রানাকে আহ্বায়ক ও মমিনুর রহমান বাবুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল। তবে মহানগর স্বেচ্ছাসেবকদলের ইউনিট কমিটি গঠিত না হলেও আগামী ২১ জানুয়ারি সকল ইউনিটের সম্মেলন হতে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতিতে।

এদিকে গতকাল ১৫জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কৃষকদল সাথে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলকে নারায়ণগঞ্জ মহানগরে অর্ন্তভুক্ত করেন। তবে ২০২৪সালের ১৭সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি ভেঙ্গে দিলেও এখনো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি গঠন হয়নি। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি যেকোন সময় গঠিত হতে পারে। এভাবে ধীরে ধীরে নারায়ণগঞ্জ মহানগরের সকল অঙ্গসংগঠনের কমিটি পূর্ণ গতিতে ফিরতে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্ব  আরোও শক্তিশালী হল। কারণ আন্দোলন সংগ্রামের কারণে অনেক ত্যাগী নেতারা দলের পরিচয় পায়নি এবং সংগঠনের জন্য কাজ করার নির্দিষ্ট কোন দায়িত্ব পায়নি এখন ৫১জন সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু যুগের চিন্তাকে বলেন, আমরা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে আসার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার প্রচেষ্টা চালিয়েছি যেটা এখনও চলমান। যার কারণে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল মহানগরের সকল অঙ্গসংগঠনের মধ্যে এগিয়ে রয়েছে। যার কারণে আমরা স্বেচ্ছাসেবকদলের কমিটি পূর্ণাঙ্গ করেও ইতিমধ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী ২১জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিটের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে যাচ্ছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ ফয়সাল যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ইতিহাসে নারায়ণগঞ্জ  মহানগর কৃষকদল বর্তমানে সবচেয়ে শক্তিশালী সংগঠন। কারণ নারায়ণগঞ্জ মহানগরের ১৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বা সকল থানা উপজেলার কমিটি ইতিমধ্যেই আমরা অনুমোদন দিয়েছি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা থেকে নারায়ণগঞ্জ মহানগরে অর্ন্তভুক্ত করেছি সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের কমিটি। যার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতৃত্ব আরও শক্তিশালী  হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন