Logo
Logo
×

রাজনীতি

খোকনের লাগামছাড়া অপকর্মে বিলুপ্ত হয়েছিলো জেলা বিএনপি

যুগের চিন্তা রিপোর্ট

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

খোকনের লাগামছাড়া অপকর্মে বিলুপ্ত হয়েছিলো জেলা বিএনপি

খোকনের লাগামছাড়া অপকর্মে বিলুপ্ত হয়েছিলো জেলা বিএনপি



নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভাঙ্গার পিছনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের পরিপ্রেক্ষিতে তা বর্তমান জেলা বিএনপির নয়া কমিটির মাধ্যমে আবারো প্রমানিত হলো। কারণ গত বছরের (২৪ ডিসেম্বর) জেলা বিএনপির ২ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিলুপ্ত হয়েছিলো যা দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কিন্তু গতকাল পূনরায় আসা জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে গিয়াসের স্থান হলে ও খোকনের স্থান না হওয়া নিয়ে বিভিন্ন মহলে নানান আলোচনা হয়।


সেই আলোচনার এক পর্যায়ে খোকনের বিরুদ্ধে  চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে তথ্য সাপেক্ষে নারায়ণগঞ্জের প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় একাধিক সংবাদ পকাশিত হয়। যাকে ঘিরে নেতাকর্মীরা সকলেই জেলা বিএনপির কমিটির ভাঙার পিছনে গোলাম ফারুক খোকনকে দুষলে ও সে সময় গিয়াস-খোকনের নামই বলতো সকলেই কিন্তু সকল ভূল ভেঙে নয়া কমিটির মাধ্যমে খোকনের দোষ প্রমানিত হয়েছে। এর আগে দৈনিক যুগের চিন্তায় গোলাম ফারুক খোকনের বিরদ্ধে প্রকাশিত সংবাদে উল্লেখ ছিলো- গত ৫ আগষ্টের পর রূপগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী মহল ও শিল্প কলকারখানা মালিকদের কাছে এক আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলো এই গোলাম ফারুক খোকন। গত ০৫ আগষ্ট পটপরির্বতনের পর থেকে এই খোকন তার লোকদের মাধ্যমে বিভিন্ন শিল্পকারখানার ঝুট-ওয়েস্টিজ মালামাল দখল এমনকি বহু শিল্প কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে করেছেন চাঁদাবাজি।


এছাড়া ও আওয়ামী লীগের অন্যতম দোসর বসুন্ধরা গ্রুপের সাথে আতাঁত করে নিয়েছেন মোটা অংকের সুবিধা। এর বাহিরে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ বিক্রি করে ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউএস বাংলার কাছ থেকে রূপগঞ্জে তাদের ব্যবসা-বানিজ্যেসহ সব কিছু দেখার বিনিময়ে নিচ্ছেন মোটা অংকের টাকা ও সুবিধা। এদিকে খোকনের আশকারায় তার লোকজন বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে এমন বিতর্ক কর্মকাণ্ডের অভিযোগ জেলা বিএনপির নেতাকর্মীদের ছাড়া ও কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে ও রয়েছে। এদিকে বিগত দিনে শুধু দিপু ভূঁইয়ার উপর আস্থা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোকনকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।


কিন্তু পথে পথে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ইমেজ সংকটে ভুগছেন খোকন। এর আগে বসুন্ধরা গ্রুপের সাথে তার একত্মতা মিটিংয়ের ছবি প্রকাশে আসলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিতে পেইডে খোকনকে শোকজ করা হয়। যা নিয়ে জাতীয় কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এদিকে যা দেখে দিপু ভূঁইয়া ও গোলাম ফারুক খোকন কেন্দ্রীয় কার্যালয়ে হুমরি খেয়ে পড়েন যার ঘন্টা ২ পরেই রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিতে আরেকটি পেইডে আগের পেইডটি গুজব বলে কাটিয়ে দেওয়া হয়। তা ছাড়া ৫ আগষ্টের পর রূপগঞ্জের ব্যবসায়ীদের আতঙ্ক ও আওয়ামী লীগের দোসর ব্যবসায়ীদের সুবিধা দেওয়া, সুবিধা নেওয়া, রূপগঞ্জে প্রত্যেকটি ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়নের পকেট কমিটি নিজেদের কমিটি পূর্ণাঙ্গতে বাধা। ডজন খানিক অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।



সূত্র আরো জানিয়েছিলেন, কিছুদিন পূর্বে তারাবো পৌরসভা জুড়ে লুটপাটের পাশাপাশি দুই চালককে মারধর করে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় অভিযুক্ত লুটপাটকারী যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় হাফিজুর রহমান পিন্টু জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের চ্যালা হিসেবে পরিচিত। বর্তমানে বিগত দিনের সন্ত্রাসী কার্যক্রমে থাকা গোলাম দস্তগীর গাজীর সাম্রাজ্যে নিয়ন্ত্রণ করছেন এই বিএনপি নেতা গোলাম ফারুক খোকন। তা ছাড়া সূত্র মতে, গোলাম ফারুক খোকনের নিয়ন্ত্রণে রয়েছে মুড়াপাড়া ইউনিয়নের আওতাধীন দখলে রাখা গার্মেন্টসগুলোর নাম হলো- সিম ফেবিক্স, এস কে এফ র্ফামাসিটিকে‘স, ওয়াটা ক্যামিকেল‘স, এসি আই, টাইগার কোমল পানিয়/মিনারেল ওয়াটার, মীর সিমেন্ট, মেঘনা গ্রুপ, রূপসী কনক্রিট, সিকদার সল্ট, বি এইচ এল গ্রুপ।


একই সাথে গোলাকান্দাইল ইউনিয়ন জুড়ে তার নিয়ন্ত্রণে রয়েছে- গ্রামটেক, ফকির এপারেলস, সানজানা গার্মেন্টস। তা ছাড়া তারাবো পৌরসভা এলাকায় এ সি এস ট্রেক্সটাইল। সবই বর্তমানে খোকন ও তার লোকজনদের দখলে। এদিকে সাবেক উপজেলার চেয়ারম্যান বালু হাবিবের রূপগঞ্জ সকল ড্রেজারের নিয়ন্ত্রণ, নুরুজ্জামান খানের ১৭টি ড্রেজারের ব্যবসা পরিচালনা, রূপগঞ্জ উপজেলার সকল হাইজিং কোম্পানীর সমস্ত মিল ফ্যাক্টরী একক নিয়ন্ত্রণকারী, শীতলক্ষ্যা জেডির সকল লোড-আনলোড ড্রেজারের নিয়ন্ত্রণ সবই বর্তমানে একক নিয়ন্ত্রণে রয়েছে বিএনপি নেতা গোলাম ফারুক খোকন। শুধু তাই নয় এমন আরো শত শত প্রতিষ্ঠান বর্তমানে খোকনের নিয়ন্ত্রণে।  


তা ছাড়া রূপগঞ্জ দখলে রাখতে তাদের বলয়ের লোকজন দিয়েই মূলদল ও অঙ্গসংগঠনের কমিটি সাজিয়ে রেখেছেন এই খোকন। এদিকে আওয়ামী লীগের অন্যতম দোসর বসুন্ধরা গ্রুপের সাথে আতাঁত করে রূপগঞ্জে একটি বিশাল আধিপত্য বিস্তারের পায়তারা করছেন তিনি। এ ছাড়া দাউদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারীর মাধ্যমে পূর্বাঞ্চল এলাকায় জমি খেকো বনে যাচ্ছেন এই খোকন। বিভিন্ন অভিযোগে বর্তমানে লুটে এগিয়ে থাকলে ও রাজনীতিতে অনেকটাই পিছিয়ে ছিলেন খোকন। তা ছাড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক পদ বিক্রি করে রূপগঞ্জে খোকন যেন আরেক গাজীর পরিপূরক হিসেবে আখ্যা পেয়েছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন