Logo
Logo
×

রাজনীতি

যুগের চিন্তাকে দেয়া এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ গিয়াসউদ্দিন

এই আহবায়ক কমিটির মাধ্যমে সকল ষড়যন্ত্রকারীকে জবাব দিয়ে দিয়েছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

এই আহবায়ক কমিটির মাধ্যমে সকল ষড়যন্ত্রকারীকে জবাব দিয়ে দিয়েছে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির একমাত্র কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

 জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার পর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রোপাগাণ্ডা ছড়ায় একটি পক্ষ। কমিটি ভাঙার পর একটি পক্ষ বিএনপিতে গিয়াসউদ্দিনের নেতৃত্বে পিছিয়ে যাওয়া বলে অপপ্রচার চালায়। তবে ৪২ দিন পর দেয়া কমিটিতে দেশের অন্যতম বড় দল বিএনপি ঠিকই আবার প্রবীণ এই বিএনপি নেতাকে মূল্যায়ন করেছে। মাত্র ৫ সদস্য বিশিষ্ট একটি ছোট আহবায়ক কমিটিতে একমাত্র কার্যকরী সদস্য হিসেবে পদ দিয়ে সিনিয়র এই বিএনপি নেতাকে সম্মানিত করেছেন। দল সম্মানিত করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। যুগের চিন্তার সাথে এক প্রতিক্রিয়ায় তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন। মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, প্রথমত আমাকে জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে দায়িত্ব দেয়ায় আমি দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পর আমাদের দলের বিপথগামীদের কর্মকাণ্ড নিয়ে আমি প্রকাশ্যে কথা বলেছি, প্রতিবাদ করেছি।


নারায়ণগঞ্জের বিভিন্ন অসঙ্গতি এবং আওয়ামী দোসরদের নিয়ে কথা বলেছি। এতে আমার প্রতি একটি মহল ভীষণ ক্ষুব্ধ হয়। আদতে আমি আমার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেসকল দিকনির্দেশনা দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই মোতাবেকই আমার কর্মকাণ্ড ছিল। আমার কমিটির বিপথগামী নেতাদের কর্মকাণ্ডের কারণে জেলা বিএনপির কমিটি ভেঙে দেয়া জরুরি বিষয়ই ছিল। দলের ভাইস চেয়ারম্যান সঠিক কাজটিই করেছেন। কারণ ওই বিপথগামী নেতাদের নিয়ন্ত্রণে আমি কোনক্রমেই পেরে উঠছিলামনা। কমিটি ভাঙার পর বিপথগামী সেসকল ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে অনেক মিথ্যে অভিযোগ তুলে, কেন্দ্রে চিঠির বস্তা পাঠায়, আমার বিরুদ্ধে, আমার ছেলেদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার শুরু করে, আমাদের বিতর্কিত করতে মোটা অর্থ খরচ করে নানা প্রোপাগাণ্ডা ছড়ায়। যদিও আমার দ্বারা কোন অনৈতিক কাজ হয়নি। অন্য নেতার অনৈতিক কর্মকাণ্ডের দায় আমার উপর বর্তায়। আমি কন্ট্রোল করতে পারিনি, থামাতে পারিনি। কিন্তু এই বিষয়টি নিয়ে আমাকে এবং আমার ছেলেকে নিয়ে উদ্বৃতি দিয়ে অনেকে নিজেদের প্রভাব দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমাকে আমার আদর্শ ও নীতিবোধ থেকে বিচ্যুত করতে পারেনি।  দলের ভাইস চেয়ারম্যান আমাকে এই নবাগত আহবায়ক কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের মধ্যে সিনিয়র হিসেবে একমাত্র কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন, আমি উনার প্রতি কৃতজ্ঞ। এই কমিটিই সকল সমালোচনা, প্রপাাগাণ্ডার জবাব দিয়ে দিয়েছে।


যারা আমার এবং আমার সন্তানদের খারাপ চেয়েছে, অপপ্রচার করেছে এই কমিটিই তাদের জন্য যোগ্য জবাব। আমি যদি কোন অন্যায় করতাম, দল আমাকে কখনোই সম্মানজনক পদে রাখতো না। আমাদের নেতা বিচক্ষণ নেতা, তিনি সব খোঁজখবর রাখেন। অপপ্রচারকারীদের সকল মিথ্যা অভিযোগ, প্রপাগান্ডার জবাব আমাদের নেতা এই কমিটির মাধ্যমেই দিয়ে দিয়েছেন। এখন আমাদের উচিৎ হবে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকপদ্ধন্তিতে কর্মীদের ভোটে তৃণমূলে নেতৃত্ব তৈরি করা। দেশে গণতন্ত্র ফেরানোর যে প্রক্রিয়ায় আমরা রয়েছি, তা দলের ইউনিটগুলোতেও গণতান্ত্রিক পদ্ধতি ছড়িয়ে দেয়া। তৃণমূল কর্মীদের ভোটে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা কমিটিগুলো গণতান্ত্রিক পদ্ধন্তিতে নেতৃত্ব নির্বাচিত করা। এতে আমাদের দলের সাংগঠনিক শক্তি কয়েকগুন বৃদ্ধি পাবে, দলের নেতৃত্বে খারাপ মানুষ আসতে পারবেনা। ভালো মানুষের নেতৃত্বে রাজনৈতিক অঙ্গন পরিপূর্ণ হবে। আর এই নেতৃত্বেই আমরা জনগণের সমারোহ আর সমর্থন পাবো সংখ্যাগরিষ্টভাবে। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আমরা দায়িত্বপ্রাপ্তরা ঐক্যবদ্ধপাবে সংগঠনে প্রাণচাঞ্চল্য তৈরি করবো ইনশাআল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন