Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের হয়ে নির্বাচনী মাঠে পাঁচ প্রার্থী

Icon

এম মাহমুদ

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

জামায়াতের হয়ে নির্বাচনী  মাঠে পাঁচ প্রার্থী

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ৫ টি আসনে সম্ভাব্য প্রার্থী

দলীয় ঐক্য সাংগঠনিক ভাবে শৃঙ্খলাপূর্ণ একটি দল জামায়াত ইসলাম। যার কারণে তাদের নেতৃত্বের কখনোই কোন ত্রুটি বিচ্যুতি নেই বললেই চলে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অন্যান্য সকল রাজনৈতিক দল থেকে সাংগঠনিক ভাবে অনেকটাই এগিয়ে গিয়েছেন জামায়াত ইসলাম। যার কারণে নারায়ণগঞ্জের মত রাজনৈতিক উর্বর একটি জেলায় দলীয় সংগঠন গুছিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়টি বিভেচনা করে নারায়ণগঞ্জ জেলার পাঁচটির আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নাম চূড়ান্ত করেছে।



দলীয় সূত্র বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ৫ টি আসনে প্রার্থী সম্ভাব্য প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) ড. ইকবাল হোসাইন ভূইয়া,নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর) মাওলানা আবদুল জব্বার,নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা ও সদর) মাওলানা মাঈনুদ্দিন আহমদ। এদিকে আগামী ৭ই ফেব্রুয়ারি জামায়াত ইসলামের বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওসমানী পৌর স্টোডিয়ামে যেখানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলামের আগামীর রাজনীতি অর্থাৎ নারায়ণগঞ্জের জামায়াতের রাজনীতি দিক নির্দেশনা দিতে পারেন জামায়াতের কেন্দ্রীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া এসকল প্রার্থীদের নামও এই বিশাল জনসভায় ঘোষণা করতে পারেন। তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এক ভিন্ন ধারার রাজনীতি করছেন জামায়াত ইসলাম। যার কারণে অন্যান্য রাজনৈতিকদলগুলো জামায়াতের রাজনৈতিক কলাকৌশল বুঝার আগেই জামায়াত তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাচ্ছেন।


যেমন: নারায়ণগঞ্জে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও একাধিক প্রার্থী এবং নিজেদের মধ্যে প্রার্থীতা নিয়ে কোন্দল প্রতিহিংসা প্ররায়ণ রাজনীতি এবং নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে উঠছেন। এই রূপ রেখা নির্বাচনের কালীন সময়ও দেখা দিতে পারে। কারণ একই দলের দুজন প্রার্থী স্বতন্ত্র এবং দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। যার কারণে এসকল দলের নীতি নির্ধারকদের মনে এখনই অস্থিরতা দেখা গিয়েছে। এদিকে জামায়াত ইসলাম নারায়ণগঞ্জে সকল সাংগঠনিক ইউনিটগুলোতে নেতৃত্ব নির্ধারণ শেষে সাংগঠনিক গতি বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছে। সেই সাথে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে ভোট ব্যাংক গড়ার লক্ষ্যে কাজ করতে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন