ওসমান দোসর কাউকে গ্রেফতার করতে আমরা দেখি নাই : আব্দুল জব্বার

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার বলেছেন, জুলাই-আগষ্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের খুনি দোসর শামীম ওসমান ও সেলিম ওসমানসহ চিহ্নিত কাউকে আমরা এখনো গ্রেফতার করতে দেখি নাই। অবিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এ ছাড়া নারায়ণগঞ্জের ৭ খুনের সাথে যারা জড়িত এদের মধ্যে অনেকেই এখনো গ্রেফতার হয়নি এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এমনকি মেধাবী ছাত্র ত্বকীকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে আর এই হত্যাকাণ্ডের যে বিচার আদালতে ঝুলে আছে সেই বিচারকে কার্যকর করতে হবে। গতকাল নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফতুল্লা থানা এলাকাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার জন্য সরকারের একটি পরিকল্পনা ছিলো। কিন্তু শামীম ওসমান তার কতৃর্ত বজায় রাখার জন্য ফতুল্লাবাসীকে ন্যাকার জনকভাবে বঞ্চিত করে রেখেছে। আর অতি দ্রুত ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তভুক্ত করতে হবে। তা ছাড়া বক্তাবলীতে যারা রয়েছে তাদের সাথে নারায়ণগঞ্জ শহর ও ঢাকার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থার লক্ষে যা যা প্রয়োজনীয় কাঠামো প্রয়োজন তা সরকারকে নিতে হবে। তা ছাড়া ও নারায়ণগঞ্জবাসীর আশা আকাঙ্খা থাকলে ও এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোন মেডিকেল কলেজ হয়নি। আমি এই সমাবেশ থেকে বলতে চাই এই অঞ্চলের মানুষের সুশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য দ্রুত সময়ের মধ্যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করতে হবে। এই শহরে কোন সরকারি বিশ^বিদ্যালয় নেই যার কারণে এই অঞ্চলের মানুষের উচ্চতম শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত যাকে ঘিরে দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলে একটি সরকারি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত করা প্রয়োজন।
তিনি আরো বলেন, ইতিপূর্বে যারা এই অঞ্চলে আমাদের নেতা হিসেবে পরিচিত ছিলেন তারা আমাদের শোষন করেছেন আমাদের উপরে নির্যাতন-জুলুম করেছেন। দিনের ভোট রাতে দিয়ে আমাদের উপরে নেতা হিসেবে ঝেঁকে বসেছিলেন। এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই এই নারায়ণগঞ্জে ভোট চুরির মাধ্যমে কোন চোর-ডাকাত-সন্ত্রাসীকে আমরা দেখতে চাই না। আগামী দিনে নারায়ণগঞ্জকে সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে আমরা জামায়েত ইসলামীর সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছি।