Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী আমলাদের দ্রুত অপসারণ করুন : সাইফুল আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

আওয়ামী আমলাদের দ্রুত অপসারণ করুন : সাইফুল আলম

জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন

জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, বিগত ১৫ বছরে আমাদের বহু নেতৃবৃন্দকে গুম, খুন, হত্যা করা হয়েছে। আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। স্বরণ করছি সেসকল মহান নেতৃবৃন্দদের, যারা ফাঁসির কার্যেও হাসতে হাসতে গিয়েছে এবং নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু জালিম সরকারের সাথে কোনো আপোস করেন নাই। হাসিনা বলেছিলো যে হাসিনা পালায় না। কিন্তু হাসিনা এমনভাবেই পালিয়েছে যে গনভবনে তার দুপুরের খাবার তৈরি হয়েছিলো, কিন্তু খাওয়ার সময় সে পায় নি। বাংলাদেশের জমিতে আওয়ামী ফ্যাসিবাদীদের আর কোনো জায়গা হবে না। বাংলাদেশে আসলে আসবেন কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। বাংলাদেশের বিচারকরা গুম খুনের বিচার করে আপনাদেরকে ফাঁসিতে ঝুলাবে। এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তাদের উপযুক্ত মর্যাদা ও জাতীয় স্বীকৃতি দেওয়া হোক এবং প্রত্যেক পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণের সাহায্য করা হোক। প্রধান উপদেষ্টা বলেছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে শহীদদের সাহায্য পৌছানো যাচ্ছে না। আমরা এটাকে বলবো আমলাতান্ত্রিক অসহযোগিতা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী আমলারা বসে আছে। দ্রুত তাদেরকে অপসারণ করুন। যারা আহত হয়েছে, তাদেরকে দেশে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। জাতি আজ স্বৈরাচার মুক্ত। আমরা বুক ভরে নিশ্বাস নিতে পারছি। এতোদিন আমরা জেনেছি, হাসিনা বলেছে আমি বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, আমার স্বজনরা সব চলে গিয়েছে। আমার আর চাওয়া পাওয়ার কিছুই নাই। জনগণের সেবা করাই আমার একমাত্র কাজ। আমরা পরে দেখতে পেলাম, হাসিনা প্রতিদিনই এটা সেটা লুট করছে। লুট করতে করতে দেশের সমস্ত সম্পদ বিদেশে নিয়ে গেছে। হাসিনার ভাগ্নের ইতিমধ্যে ব্রিটেনে মন্ত্রীত্ব হারিয়েছে দুর্নীতি করার জন্য। এই ফ্যাসিস্ট পরিবাররা পারে বাকশাল জন্ম দিতে, লুট করতে, ব্যাংক ডাকাতি করতে, বিচার ধ্বংস করতে। এরা বাংলাদেশের দুশমন। এদেরকে আর কোনোদিন বাংলাদেশে আসতে দেয়া যাবে না। গতকাল নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, এই বিচারের সাথে সাথে বাংলাদেশে সংস্কারেরও প্রয়োজন। আমরা যদি সংস্কার করতে না পারি, তাহলে বলতে চাই যে শুধু একটা নির্বাচন করানোর জন্যই কিন্তু এতগুলো জীবন দেয় নাই। বাংলাদেশে অর্থবহ ও প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সংস্কার করার পরে একটি নির্বাচন দিতে হবে। সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। যারা এই দেশে গুম, খুন ও হত্যা করলো তাদের বিচারও করতে হবে। আমাদের যাদের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, সেই সব সম্পদ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আমরা এখনো ভাবছি এই সম্পদ কিভাবে কাকে দিয়ে আনবো। আর ওইদিকে ব্রিটেনে যার ২০০টি বাড়ি ছিলো, সে ১০০টি ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে। এই ধীরগতি কিন্তু আমাদের লোকসানের কারণ হবে। আমরা বাংলাদেশে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চাই। যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আরামে একত্রে বসবাস করবে। যেখানে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, গুম খুন হবে না, লুটপাট হবে না। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আসুক আমরা আগামী দিনে একত্রে এরকম একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে মানুষের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে, ন্যায় ও ইনসাফ নিয়ে আসবে, জুলুমের অবসান হবে, নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামীর আমরা সকলে একসাথে মিলে এরকমই একটি বাংলাদেশ গড়ে তুলব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন