Logo
Logo
×

রাজনীতি

স্বৈরাচারের দোসররা এখনো তৎপর আছে : মাওলানা মঈনুদ্দিন আহমদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

স্বৈরাচারের দোসররা এখনো তৎপর আছে : মাওলানা মঈনুদ্দিন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ

 বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন, এই নারায়ণগঞ্জ থেকে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে শামীম ওসমানসহ অন্যান্য সন্ত্রাসী লোকেরা ও বাংলাদেশের স্বৈরাচারী সরকার হাসিনাসহ সকলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরও তাদের কিছু দোসর এখনো বাংলাদেশে অবস্থান করছে। তারা এখনো কিভাবে বাংলাদেশে অবস্থান করে? ওরা তাদের সুযোগ করে দিয়ে গিয়েছে বাংলাদেশে থাকার জন্য। তারা যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবেই। সরকারের কাছে আবেদন, যতদ্রুত সম্ভব তাদের বিচারের আওতায় আনানোর ব্যবস্থা করুন। গতকাল নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।



তিনি আরো বলেন, এতগুলো বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা সর্বদা উন্নয়নের নামে চুরি, ডাকাতি, লুটপাট করেছে। দেশের সকল টাকা বিদেশে পাচার করে দিয়ে এখন তারা বিদেশে বিলাশবহুল জীবনযাপন করছে। নারায়ণগঞ্জে উন্নয়ণের নামে লুটপাট ছাড়া আর কিছু করা হয় নি। নারায়ণগঞ্জে না আছে একটি মেডিকেল কলেজ, না হয়েছে রাস্তাঘাট সংস্কার, হকারদের পূর্নবাসন ব্যবস্থাও হয়নি। নারায়ণগঞ্জের মানুষের কল্যানমুখি কোনো কাজই হয় নি। শীতলক্ষ্যার পানি ব্যবহার অনুপযোগী করে ফেলা হয়েছে। তারপরও তারা অনেক বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকে দেশের মানুষ বুঝতে পেরেছে যে তাদেরকে আর দেশে ফিরতে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষ আর কখনোই তাদেরকে এইদেশের জনপদে ফিরে আসার সুযোগ করে দিবে না। বাংলাদেশের মানুষ দেশের উন্নয়ণের জন্য একত্রে কাজ করবে। আমরাও নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ, বাসযোগ্য নারায়ণগঞ্জ ও সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন