Logo
Logo
×

রাজনীতি

ওসমানদের খপ্পড়ে পড়ে তৈমূর-এটিএম কামাল ধ্বংস হয়ে গেছে : জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ওসমানদের খপ্পড়ে পড়ে তৈমূর-এটিএম  কামাল ধ্বংস হয়ে গেছে : জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো। বহু বড় বড় সন্ত্রাসী জেল থেকে বের হয়ে গেলে। অথচ এখনো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেখ রহমান দেশে ফিরে আসতে পারেননি। তাই যতক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরে না আসবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবনা। সুশৃঙ্খলভাবে দলীয় শৃঙ্খলা ঠিক রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।  

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, আমাদের দাবি এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের ৬ মাস গত হয়েছে। এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি। অথচ এ সরকারের কাজ হল অবাদ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এটিএম কামালসহ অনেকের নাম উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, সামান্য লোভ লালসার মোহে কিংবা ভয়ে ওসমান পরিবারের খপ্পড়ে পড়ে নারায়ণগঞ্জ থেকে বিএনপির অনেক নেতা হারিয়ে গেছে।  ধ্বংস হয়ে গেছে তাদের অনেক নেতৃত্ব। অথচ দলের জন্য তাদের বহু ত্যাগ ও অবদান ছিল।  তাই তাদের মত ভুল করা যাবে না।

অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহমদ টুটুল, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মণ্টু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর,বাংলাদেশ জাতীয়য়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক খন্দকার মোহাম্মদ সাদ্দাম হোসেন, জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ জাকারিয়া ও সদস্য সচিব মাওলানা হাবিব এহসানী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ জেলার সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন