Logo
Logo
×

রাজনীতি

গ্রেফতার হলেন ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহচর দেলোয়ার হোসেন প্রধান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

গ্রেফতার হলেন ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহচর দেলোয়ার হোসেন প্রধান

দেলোয়ার হোসেন প্রধান

Swapno

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সহসভাপতি দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত। তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবার হিসেবে পরিচিত ওসমান পরিবারের ঘনিষ্ঠজন ছিলেন।





রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, মামলাগুলো যাচাই-বাছাই চলছে, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন