Logo
Logo
×

রাজনীতি

অয়ন ওসমানের দুর্ধর্ষ বাহিনী লাপাত্তা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

অয়ন ওসমানের দুর্ধর্ষ বাহিনী লাপাত্তা

অয়ন ওসমানের দুর্ধর্ষ বাহিনী লাপাত্তা

 শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরের সাথেই নিপাত ঘটে ‘ওসমানীয় রাজত্বের’। তবে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ওসমানীয় রাজত্বের নিপাত ঘটালেও তাদের অপরাধ জগৎতের ডেভিলরা ধরা ছোয়ার বাহিরে রয়েছেন। গডফাদার শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের ডেভিল বাহিনী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতারা এখনো সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে অপকর্মের রূপরেখা তৈরী করছেন। তারই অংশ হিসেবে বেশকয়েক দিন আগে এই নিষিদ্ধ সংগঠনের নেতারা শামীম ওসমান ও অয়ন ওসমানের ছবি সম্বলিত শেখ হাসিনাতে আস্থা এমন পোস্টার সাঁটিয়ে ফের আলোচনায় ফেরার পায়তারা করেন। তবে দেশব্যাপী বর্তমানে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট অভিযান তবে আলোচ্য বিষয় এই অভিযানের জালে আটকাচ্ছে না অয়ন ওসমানের ডেভিল বাহিনী। অয়ন ওসমানের ডেভিল বাহিনীর গুটি কয়েক নেতারা দেশত্যাগ করতে সক্ষম হলেও এরমধ্যে অধিকাংশ নারায়ণগঞ্জে প্রকাশ্যে বা দেশের বিভিন্ন স্থানে বসবাস করে পালিয়ে বেড়াচ্ছেন। অথচ, অয়ন ওসমানের ডেভিলদের এখনো প্রশাসন তাদের জালে আটকাতে পারছে না।



সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একে এম শামীম ওসমানের আদরের দুলাল তার একমাত্র পুত্র একে এম অয়ন ওসমান ওসমানীয় রাজত্ব কায়েমে বিশাল এক ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন নারায়ণগঞ্জ জুড়ে। তারা অধিকাংশই পূর্বে থেকেই সন্ত্রাশী কার্যকলাপ,ঘুম,খুন,হত্যা, মাদকের সাথে সম্পৃক্ত। কিন্তু তাদের অপরাধের পরিমাপ অনুযায়ী তাদের ওসমানীয় রাজত্ব কায়েমের ক্ষমতা প্রদান করেছিলেন একে এম অয়ন ওসমান। তাছাড়া তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ট্যাগ ব্যবহারের সহযোগীতা করেছিলেন। কিন্তু এক পর্যায়ে তাদের দ্বারা অয়ন ওসমান বিভিন্ন অপকর্মে লিপ্ত করতে করতে ডেভিল গ্রুপে পরিণত করেন।


অয়ন ওসমানের ডেভিল গ্রুপের চিহ্নিতরা হলেন- হাবিবুর রহমান রিয়াদ সাবেক সভাপতি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, কাউছার হোসেন (ওরফে আহমেদ কাউছার আন্ডার মেট্রিক), আশরাফুল ইসলাম রাফেল সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, হাসনাত রহমান বিন্দু সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, আসাদুজ্জামান আসাদ জি এস তোলারাম কলেজ, শাহরিয়ার রহমান বাপ্পি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা, রাজীব সাহা সাবেক ছাত্রলীগ নেতা, হাজী সোহাগ রনি সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, শুভ রায় সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা, শওকত হোসেন সুমিত সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা,মাদক আসক্ত শান্ত সাবেক মহানগর ছাত্রলীগ নেতা,শাহরিয়ার রেজা হিমেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জের নাসিম মাহমুদ তপন সাবেক ছাত্রলীগ নেতা, চন্দন শীলের পুত্র অরিজিৎ শীল, বাছেদ প্রধান মেম্বার ফতুল্লা ইউনিয়ন পরিষদ, মেহেদী হাসান জুয়েল সাবেক ছাত্রলীগ নেতা, ফাহাদ বিন জয়নাল সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা, আরিফ হোসেন সাবেক সাবেক ছাত্রলীগ নেতা, এড. মো. হাসান ভিপি নারায়ণগঞ্জ আইন কলেজ, এড আমজাদ হোসেন জি এস নারায়ণগঞ্জ আইন কলেজ,হাবিবুর রহমান হাবিব ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, রাজীব-সজীব জমজ ভাই ৮নং ওয়ার্ডের অয়ন ওসমানের ক্যাডার, সাদ্দাম হোসেন জিতু ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাতি,অর্পন প্রধান ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শফির ক্যাডার ভাতিজা,হাসিবুল হক জিসান সাবেক ছাত্রলীগ নেতা,গোলাম রাব্বি মিয়া সাবেক জেলা ছাত্রলীগ নেতা,টিপু সুলতান সাবেক জেলা ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন ইদরান ফতুল্লার কিশোর গ্যাং লিডার, মল্লিক সীমান্ত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা, অনাবিল নির্ঝর দাস নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা,সাইফুর রহমান মিশুক বন্দরের অন্যতম ছাত্রলীগ ক্যাডার জেলা জাতীয় পার্টির সভাপতি সানুর ভাগিনা, ইমরান হোসেন শুভ ও সমিউন সিনহা ফতুল্লার তক্কার মাঠ থেকে পিলকুনী পর্যৗল্প ছিনতাই এবং রাতের আঁধারে মাদক ব্যবসাসহ বহু অপকর্মের হোতা ছিলেন তারা দুই চাচাত ভাই, সোহানুর রহমান শুভ্র এবং রাইসুল ইসলাম রবিন ইসদাইর এলাকার টোকাই সন্ত্রাস থেকে ছাত্রলীগ ট্যাগে সন্ত্রাসী করে এখন লাখপতি,শামীম এবং অপু রিয়াদের ছায়াতলে থেকে অয়ন ওসমানের নামে চাষাড়া বালুর মাঠ এবং গলাচিপা থান মার্কেটের চাঁদাবাজ,ফয়সাল এড.সুইটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন ছাত্রলীগ পরিচয়ে,হানিফ কবির বন্দরের সাবেক জেলা ছাত্রলীগ নেতা, বন্দরের হাজী সাহেব মোড়ের দখলবাজ সুমন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, আরমান সাদাফ সাবেক সোনারগাঁয়ের সাবেক জেলা ছাত্রলীগ নেতা,নাসির আব্দুল্লাহ সাবেক জেলা ছাত্রলীগ নেতা, শামীম সাবেক জেলা ছাত্রলীগ নেতা,তপু ঘোষ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সোহেল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আবু সাঈদ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন