Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনকে টার্গেট করে রাজপথে সক্রিয় বিএনপি-জামায়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

নির্বাচনকে টার্গেট করে রাজপথে সক্রিয় বিএনপি-জামায়াত

নির্বাচনকে টার্গেট করে রাজপথে সক্রিয় বিএনপি-জামায়াত

Swapno

দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে প্রকাশ্যে মাঠে নামতে পারে নাই নারায়ণগঞ্জ জেলা মহানগর জামায়াতে ইসলামী। একই ভাবে বিএনপিও  তেমনভাবে মাঠে নামতে পারেন নাই। জামায়াতে ইসলামীকে কোনভাবেই মাঠে নামতে দেয়া হয় নাই। বিএনপি বিভিন্ন ভাবে পুলিশের সাথে লড়াই করে নামাকাওয়াস্তে দলীয় প্রোগ্রাম গুলো করেছে। কিন্তু সাংগঠনিক ভাবে তেমন কোন শক্তিশালী হতে পারে নাই। বিগত সময়ের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। আর এতে করে পুরোপুরি ভাবে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী সংগঠন তাদের অফিস চালু করে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সাথে বিএনপি সকল জায়গায় নিজেদের দল গুছাচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা মহানাগর জামায়াতে ইসলামী আর বিএনপি কোন অংশে পিছিয়ে নেই।



এদিকে গত বছরের ৫ আগষ্টের পরে নারায়ণগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি-জামায়াত। প্রতিনিয়ত রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলা, ওয়াজ মাহফিলসহ নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন এ দুটি শীর্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া আগামী নির্বাচনকে টার্গেট করে দলীয় ভাবে সাংগঠনকে গুছাচ্ছেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা মহানগর ৭ ফেব্রুয়ারি বিশাল জনসভা করে নগরবাসীর কাছে নতুন ভালো আলোচিত হচ্ছে। তার কিছু দিন পরেই ১৮ ফেব্রুয়ারি দলটির কেন্দ্রীয়  সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করে মানুষের নজর কাড়েন। এছাড়া দলীয় কমিটি থেকে থেকে সাংগঠনিক কার্যক্রমে এখন পুরো মনোযোগি রয়েছে দলটির নেতৃবৃন্দ। তাছাড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে এ দুটি দলই তাদের নির্বাচনি মাঠ প্রস্তুত করছে। এ ছাড়া নারায়ণগঞ্জের ৫টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা হওয়ার পরে নিজেদের নির্বাচনী এলাকা গোছানোর কাজ চালিয়ে যাচ্ছেন। একই সাথে মানুষে কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে দরছেন। দেশে ন্যায় ইনসাফ কায়েকম করতে হলে জামায়াতে ইসলামীর মাধ্যমে সম্ভব। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে রাজনৈতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।



জানাযায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে নারায়ণগঞ্জের ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষনা করেছে। নারায়ণগঞ্জ জামায়াতের ফেসবুক পেজের পোস্টে জেলার ৫টি আসনে স্থানীয় পর্যায়ে চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সম্ভাব্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। প্রকাশিত তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচন করবেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ।



অপরদিকে গত বছরের ৫ আগষ্টের পরে বিএনপি রাজনীতির মাঠে জরালো ভাবে সভা সমাবেশ করে দ্রুতহ নির্বাচনের দাবী জানিয়ে আসছেন দলটির শীর্ষ নেতারা। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির জুম মিটিংয়ে বলেছেন, আগামী নির্বাচন হবে  কঠিন নির্বাচন। এই নির্বাচনকে সহজ ভাবে নিলে হবে না। তাই এখন থেকে মানুষের সাথে মিশতে হবে। যদিও নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে কারা প্রার্থী হতে যাচ্ছে তা এখনো বুঝা যাচ্ছে না। ৫ আগষ্টের পরে আগামী ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপি জনসভা করবে নগরীর মেট্রোহল মোড়ে। এই সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখবেন। তাই সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমেই নির্বাচনমুখী হচ্ছে প্রধান এ দুটি রাজনৈতিক দল। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা না পেলেও বিএনপি- সরেজমিন ঘুরে দেখা গেছে, আগস্টের পর আওয়ামী লীগ ছাড়া পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে সব রাজনৈতিক দল।



সচেতন মহলের দাবি, অন্তর্র্বতীকালীন সরকারের উদার মনোভাবের ফলে মুক্ত গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে শুরু করেছে। নারায়ণগঞ্জ জেলায় রাজনৈতিক মাঠে তৎপরতায় শীর্ষে বিএনপি জামায়াত। দুটি দলই তাদের সাংগঠনিক কাঠামো শক্ত করতে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা না পেলেও বিএনপি-জামায়াতের মনোনয়ন প্রত্যাশীরা এখন পুরোদমে মাঠে কাজ করছেন। এতে রাজনীতির মাঠে বাড়তি আমেজ সৃষ্টি হচ্ছে। এ দুটি দলই পৃথক কর্মসূচি নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। জেলার অধিকাংশ আসনে বিএনপির সমান্তরাল (পেরালাল) প্রার্থীরা কৌশলে গ্রুপিং দ্বন্দ্বে জড়িত থাকলেও জামায়াতের কর্মকাণ্ড ভিন্ন। জামায়াতের মনোনয়নপ্রত্যাশীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে তারা সামাজিক নানা কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার নানা কর্মকান্ড পরিচালনা করছেন।



 এদিকে বড় রাজনৈতিক দল বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা আসনভিত্তিক মাঠে কার্যক্রম পরিচালনা করলেও দলীয় কঠোর বার্তার কারণে প্রকাশ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িত হচ্ছেন না। সব মিলিয়ে নির্বাচনি মিশনের দিকেই এগিয়ে যাচ্ছে জেলার বিএনপি জামায়াত। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নারায়ণগঞ্জের রাজনীতি বিএনপি জামায়াত ব্যপক সক্রিয় হয়ে রয়েছেন। তারা তাদের নিজেদের ভালো কর্মকান্ড দিয়ে মানুষের মাঝে গিয়ে আস্থা অর্জন করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন