
বৈষম্যমূলক আচরণ করবেননা : এড.টিপু
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এই বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই যে, গত ১৬ বছর খুনি হাসিনা ফ্যাসিস্ট আচরণ করে, বাকশালী আচরণ করে। মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার কেঁড়ে নিয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মাধ্যমে গত ৫-ই আগস্ট তার পতন হয়ে গেছে। তার থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আপনি এমন কোনো ফ্যাসিস্ট আচরণ করবেন না এবং গণতন্ত্রকে হত্যা করবেন না। গতকাল জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে নিজেরাই যদি বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। সেটা হবে সাম্রাজ্যবাদ আধিপত্যের হাত থেকে ও ফ্যাসিবাদী থেকে তারেক রহমানের নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধ। এ মুক্তিযুদ্ধে আপনারা সকলে অতীতের মতো আমাদের সাথে রাজপথে থাকবেন।