Logo
Logo
×

রাজনীতি

সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেননা : গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেননা : গিয়াসউদ্দিন

সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেননা : গিয়াসউদ্দিন

Swapno

জেলা বিএনপির আহবায়ক কমিটির একমাত্র কার্যকরী সদস্য সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, অনেকদিন পর আজকে নারায়ণগঞ্জে মুক্ত ও স্বাধীনভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই সভার আয়োজন করেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিলো এবং নির্বিচারে হত্যা করেছিলো, সেইদিন জাতি দিশেহারা হয়ে পড়েছিলো। 


তৎকালীন মেজর জিয়া সেই জাতিকে এই হতাশা থেকে, দুশ্চিন্তা ও হয়রানি থেকে মুক্তি দিয়েছিলো স্বাধীনতার ঘোষণা দিয়ে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সর্বদা আমাদের স্বরণে থাকবে। ২০২৪ সালেও আমরা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। নতুন এক অধ্যায়ের রচনা হয়েছে।


এর মানে এই নয় যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাথে আর অন্য কোনো আন্দোলন সংগ্রামের তুলনা হতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক নিজে যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে দেশও গঠন করেছেন। বিএনপিকে প্রতিষ্ঠিত করে মানুষের মধ্যে দেশপ্রেম এবং উন্নয়ন-অগ্রগতির রাজনীতি দিয়ে গেছেন। সেই বিএনপি আজকে সমগ্র দেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল। গতকাল জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।



মুহাম্মদ গিয়াসউদ্দিন আরো বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার শাসকের আমলে জনাব তারেক রহমানের নেতৃত্বে ও দিক নির্দেশনায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারের অনেক নির্যাতন আমরা সহ্য করেছি। অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। অনেকেই আমরা কারাগারে পর্যন্ত ছিলাম। 


তারপরও আমরা হাল ছাড়িনি। শুধু এই ১মাসের আন্দোলনেই স্বৈরাচারের পতন ঘটে নাই। স্বৈরাচার তখন পালিয়েছে, যখন আন্দোলন সংগ্রাম চুড়ান্ত পর্যায়ে এসেছে, সমগ্র মানুষ রাজপথে নেমে এসেছে, তখন এই স্বৈরাচার প্রাণ ভয়ে পালিয়েছে। আজকে অনেকেই তুলনা করতে চান যে গণ-অভ্যুত্থান এমন একটা বিজয় এনেছে যা মহান মুক্তিযুদ্ধকে পিছিয়ে ফেলেছে। এটা সঠিক নয়। মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে, কারা রাজাকার আলবদর ছিলো, তাদের ইতিহাস রচনা হয়ে আছে। 


আবার কারা মুক্তিযুদ্ধের সাথে ছিলো এবং মুক্তিযুদ্ধ করেছে, তাদেরও ইতিহাস রচনা হয়ে আছে। এই ইতিহাস মোচন করা যাবে না। আজকে যারা সরকারে আছেন তারা নিজেদেরকে নির্বাচিত সরকার ভাববেন না। আপনাদের কিছু বিশেষ উদ্দেশ্যে এই সরকারে আনা হয়েছে। এই ১৬ বছরের স্বৈরাচারী আমলে যারা মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, লুন্ঠন করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, প্রশাসনে বসে এদেশের মানুষকে মিথ্যা মামলার আওতায় এনেছে, তাদের বিরুদ্ধে আমাদের দাবি ছিলো। 


তাদেরকে শাস্তির মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে যে, আগামী দিন আর কোনো স্বৈরশাসকের দোসর হয়ে কেউ কাজ করবে না, রাজনৈতিক নেতাকর্মীরাও কাজ করবে না। এই বিচারই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর নির্বাচন নিয়ে আমাদের তারেক রহমান অনেক আগেই ৩১দফায় রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছেন। এই সংস্কারগুলো পর্যায়ক্রমে করা হবে।


আপনারা সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রভাবিত করতে চান, এটা করবে না। নির্বাচন পরিচালনা করবে সিইসি। সিইসিকে ভেবে দেখতে হবে তার কাছে কি এত ক্ষমতা আছে যে জাতীয় নির্বাচনের পূর্বে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে বা স্থানীয় সরকার নির্বাচন দিবে? এমন ক্ষমতা থাকলে অবশ্যই দিবে। কিন্তু তাদের মনে রাখতে হবে যদি তার কোনো কার্যক্রমের ফলে যদি জাতীয় নির্বাচন ব্যহত হয়, সেই দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে। 


যেমন বিগত স্বৈরশাসকের আমলে তার পক্ষে যারা অন্যায় কাজ করেছে, তাদেরকে আজ বিচার ও শাস্তির সম্মুখিন হতে হচ্ছে, তেমনই বর্তমানে অন্যায়কারীদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। তাই যারা বর্তমান সরকারে আছে তাদের প্রতি এটাই প্রত্যাশা যে তারা যেন সঠিক ব্যবস্থা করে দেয় যেখানে জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন