১৭ বছরের আন্দোলনে তিনটি দাবির মাত্র একটি পূরণ হয়েছে : মামুন মাহমুদ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

১৭ বছরের আন্দোলনে তিনটি দাবির মাত্র একটি পূরণ হয়েছে : মামুন মাহমুদ
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গত ১৭ বছর ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমাদের যে সকল নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন নির্জাতনের শিকার হয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা গত ১৭ বছর প্রধানত তিনটি দাবিতে রাজপথে লরাই সংগ্রাম করেছি।সেই তিনটি দাবির মধ্যে একটি দাবি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
সেই একটি দাবি পূরণ হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে জনগণের পতিরোধের মুখে বিতাড়িত হয়েছে। গতকাল জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের আরো দুইটি দাবি ছিল, একটি হলো অন্তবর্তিকালিন সরকাররের আধীনে একটি আবাধ এবং সুষ্ঠ গ্রহরনযগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে ।
এবং আরেকটি দাবি ছিল আমাদের প্রিয় অভিভাবক আগামি দিনের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে । এখনো আমাদের এই দুটি দাবি পূরণ হয়নি, সুতারাং আমরা বলেছিলাম এই দাবি পূরণ না হওয়া পরন্ত আমরা রাজপথ থেকে যাব না । আমাদের দুটি দাবি যেহেতু এখনও আদায় হয়নি, আমরা বলতে চাই আমরা কিন্ত রাজপথ ছেড়ে যাইনি। আপনাদের সকলের রাজপথে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি ।
মামুন মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালিন সরকারকে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে জাতীয় সংসদিয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন । বাংলদেশের মানুষ ১৭ বছর এই সংগ্রাম করেছেন রক্ত দিয়েছেন,সেই রক্তের প্রতি শ্রদ্ধা দেখান। নতুবা আমরা রাজপথ ছেড়ে যাইনি, রাজপথ থেকেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আমরা ঘোষণা করতে আপনাদেরকে বাধ্য করব ইনশাআল্লাহ । এবং অবিলম্বে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা আপনারা গ্রহণ করুন।