Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমান ও তার পরিবারের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

শামীম ওসমান ও তার পরিবারের  দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রেজাউল করিম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, শামীম ওসমানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, পরিবহন ও জুট ব্যবসায় কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানকালে অভিযুক্তরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তদন্ত কর্মকর্তার আশঙ্কা, এতে তদন্ত ব্যাহত হতে পারে। তাই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। তবে গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে, শামীম ওসমান সপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।



এরপর ৫ সেপ্টেম্বর তাকে ভারতের দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজারে, ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে এবং সর্বশেষ ভারতের কলকাতায় দেখা গেছে বলে তথ্য পাওয়া গেছে। সেখানে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সময় কাটাচ্ছেন বলেও জানা যায়। শামীম ওসমানের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে তার নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, শামীম ওসমান ও তার অনুসারীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন এবং তার সহযোগীরা গুলি ছুড়ছেন। ইতোমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে প্রায় অর্ধশত হত্যা মামলা হয়েছে।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন